ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের বালিয়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ মাতুব্বর (১৪) উপজেলার মধ্যবালিয়া গ্রামের বেলায়েত মাতুব্বরের ছেলে ও নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহত ফেরদৌস মাতুব্বর (১৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইরানুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নগরকান্দা সরকারি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করে একটি মোটরসাইকেলে চেপে জয়বাংলা যাচ্ছিল খালিদ মাতুব্বরসহ তিন বন্ধু। মোটরসাইকেল চালাচ্ছিল ফেরদৌস মাতুব্বর এবং মাঝে বসা ছিল খালিদ। এ ছাড়া পেছনে অপর এক কিশোর বসা ছিল। তাঁরা দ্রুত গতিতে চালিয়ে জয়বাংলার দিকে যাচ্ছিল। এ সময় বালিয়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনার পর অটোরিকশা চালক দ্রুত পালিয়ে যান।
এসআই ইরানুল ইসলাম বলেন, নিহতের মাথা তার শরীর থেকে প্রায় ২০০ গজ দূরত্বে থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, কিশোরের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুরের নগরকান্দায় বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।
আজ সোমবার দুপুর দেড়টার দিকে নগরকান্দা-জয়বাংলা আঞ্চলিক সড়কের বালিয়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ মাতুব্বর (১৪) উপজেলার মধ্যবালিয়া গ্রামের বেলায়েত মাতুব্বরের ছেলে ও নগরকান্দা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহত ফেরদৌস মাতুব্বর (১৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইরানুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নগরকান্দা সরকারি কলেজে বিজয় দিবসের অনুষ্ঠান শেষ করে একটি মোটরসাইকেলে চেপে জয়বাংলা যাচ্ছিল খালিদ মাতুব্বরসহ তিন বন্ধু। মোটরসাইকেল চালাচ্ছিল ফেরদৌস মাতুব্বর এবং মাঝে বসা ছিল খালিদ। এ ছাড়া পেছনে অপর এক কিশোর বসা ছিল। তাঁরা দ্রুত গতিতে চালিয়ে জয়বাংলার দিকে যাচ্ছিল। এ সময় বালিয়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনার পর অটোরিকশা চালক দ্রুত পালিয়ে যান।
এসআই ইরানুল ইসলাম বলেন, নিহতের মাথা তার শরীর থেকে প্রায় ২০০ গজ দূরত্বে থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, কিশোরের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর শহরের যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যাটারিচালিত লাইসেন্সধারী অটোরিকশা (ইজিবাইক) জোড় সংখ্যার রং হবে লাল এবং বেজোড় সংখ্যার রং হবে সবুজ। এই কাজ সম্পন্ন হওয়ার পরে নির্ধারণ করা হবে কোন কালার কোন সময়ে সড়কে চলাচল করবে। আর এটি বাস্তবায়ন হলে শহরের গাড়ির সংখ্যা কমবে এবং যানজট
১ মিনিট আগেফরিদপুরে প্রায় ১০ বছর আগে ক্যারম খেলাকে কেন্দ্র করে ফারুক ফকির (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত মামুন শিকদার (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
৮ মিনিট আগেরাজশাহীর নওহাটা পৌর যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে মো. আলাউদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেফরিদপুরে ব্যাটারিচালিত রিকশা নেওয়ার জন্যই চালক হুসাইন ব্যাপারী (১৩) হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে হত্যা করে রিকশার ব্যাটারি মাত্র সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়। এই হত্যাকাণ্ডের মামলায় মূল আসামিসহ দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
৩১ মিনিট আগে