Ajker Patrika

জাবিতে গাছ কেটে ভবন নির্মাণের প্রতিবাদ শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি
জাবিতে গাছ কেটে ভবন নির্মাণের প্রতিবাদ শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অপরিকল্পিতভাবে গাছ কেটে ভবন নির্মাণ করার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন করে এই প্রতিবাদ করেন।

মানববন্ধন সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) সাধারণ সম্পাদক তাপসী প্রাপ্তি।

এ সময় ডিপ ইকোলজি অ্যান্ড রেসকিউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য সবুজে ঘেরা বনের আট বিঘা জমি বেছে নেওয়া হয়েছে। অথচ এই জায়গা নির্ধারণের বিষয়ে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কোনো অংশীজনের সঙ্গে কথা বলেনি। এর আগেও একই বিভাগের ভবনের জন্য আরেকটি জায়গা নির্ধারণ করে গাছ কাটা হয়েছে।’

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ১ হাজার ৪৪৫ কোটি টাকার বাজেট পেয়ে গাছ কাটার পেছনে উঠে পড়ে লেগেছে। বিভিন্ন হল নির্মাণের সময় থেকে গাছ কাটার এই মহড়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখন জায়গা পাল্টে অন্যত্র নিয়ে যাওয়া হয়। টারজান পয়েন্টেও কিছুদিন আগে দেড় শর বেশি গাছ কাটা হয়েছে।’

নতুন একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য বেশি গাছ থাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকাকে বেছে নেওয়া হয়েছে বলে জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়। তিনি বলেন, ‘এর আগেও মীর মশাররফ হোসেন হলের সামনের জায়গায় ভবন নির্মাণের জন্য গাছ কাটা হয়েছে। আমরা চাই সব বিভাগেরই ভবন হোক। তবে সেটা মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে হতে হবে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘ক্যাম্পাসের যেদিকেই তাকাবেন সেদিকেই বিকলাঙ্গের চিত্র দেখতে পাবেন। একের পর এক অপূর্ণাঙ্গ ভবনে ভরে আছে ক্যাম্পাস। গতকালকেও একটি বিভাগের ভবন নির্মাণের জন্য গাছ সমৃদ্ধ জায়গা বেছে নেওয়া হয়েছে। গাছ কাটার এই মহাযজ্ঞ বন্ধ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত