জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অপরিকল্পিতভাবে গাছ কেটে ভবন নির্মাণ করার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন করে এই প্রতিবাদ করেন।
মানববন্ধন সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) সাধারণ সম্পাদক তাপসী প্রাপ্তি।
এ সময় ডিপ ইকোলজি অ্যান্ড রেসকিউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য সবুজে ঘেরা বনের আট বিঘা জমি বেছে নেওয়া হয়েছে। অথচ এই জায়গা নির্ধারণের বিষয়ে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কোনো অংশীজনের সঙ্গে কথা বলেনি। এর আগেও একই বিভাগের ভবনের জন্য আরেকটি জায়গা নির্ধারণ করে গাছ কাটা হয়েছে।’
ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ১ হাজার ৪৪৫ কোটি টাকার বাজেট পেয়ে গাছ কাটার পেছনে উঠে পড়ে লেগেছে। বিভিন্ন হল নির্মাণের সময় থেকে গাছ কাটার এই মহড়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখন জায়গা পাল্টে অন্যত্র নিয়ে যাওয়া হয়। টারজান পয়েন্টেও কিছুদিন আগে দেড় শর বেশি গাছ কাটা হয়েছে।’
নতুন একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য বেশি গাছ থাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকাকে বেছে নেওয়া হয়েছে বলে জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়। তিনি বলেন, ‘এর আগেও মীর মশাররফ হোসেন হলের সামনের জায়গায় ভবন নির্মাণের জন্য গাছ কাটা হয়েছে। আমরা চাই সব বিভাগেরই ভবন হোক। তবে সেটা মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে হতে হবে।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘ক্যাম্পাসের যেদিকেই তাকাবেন সেদিকেই বিকলাঙ্গের চিত্র দেখতে পাবেন। একের পর এক অপূর্ণাঙ্গ ভবনে ভরে আছে ক্যাম্পাস। গতকালকেও একটি বিভাগের ভবন নির্মাণের জন্য গাছ সমৃদ্ধ জায়গা বেছে নেওয়া হয়েছে। গাছ কাটার এই মহাযজ্ঞ বন্ধ করতে হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অপরিকল্পিতভাবে গাছ কেটে ভবন নির্মাণ করার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন করে এই প্রতিবাদ করেন।
মানববন্ধন সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) সাধারণ সম্পাদক তাপসী প্রাপ্তি।
এ সময় ডিপ ইকোলজি অ্যান্ড রেসকিউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য সবুজে ঘেরা বনের আট বিঘা জমি বেছে নেওয়া হয়েছে। অথচ এই জায়গা নির্ধারণের বিষয়ে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের কোনো অংশীজনের সঙ্গে কথা বলেনি। এর আগেও একই বিভাগের ভবনের জন্য আরেকটি জায়গা নির্ধারণ করে গাছ কাটা হয়েছে।’
ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ১ হাজার ৪৪৫ কোটি টাকার বাজেট পেয়ে গাছ কাটার পেছনে উঠে পড়ে লেগেছে। বিভিন্ন হল নির্মাণের সময় থেকে গাছ কাটার এই মহড়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখন জায়গা পাল্টে অন্যত্র নিয়ে যাওয়া হয়। টারজান পয়েন্টেও কিছুদিন আগে দেড় শর বেশি গাছ কাটা হয়েছে।’
নতুন একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য বেশি গাছ থাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকাকে বেছে নেওয়া হয়েছে বলে জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়। তিনি বলেন, ‘এর আগেও মীর মশাররফ হোসেন হলের সামনের জায়গায় ভবন নির্মাণের জন্য গাছ কাটা হয়েছে। আমরা চাই সব বিভাগেরই ভবন হোক। তবে সেটা মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে হতে হবে।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, ‘ক্যাম্পাসের যেদিকেই তাকাবেন সেদিকেই বিকলাঙ্গের চিত্র দেখতে পাবেন। একের পর এক অপূর্ণাঙ্গ ভবনে ভরে আছে ক্যাম্পাস। গতকালকেও একটি বিভাগের ভবন নির্মাণের জন্য গাছ সমৃদ্ধ জায়গা বেছে নেওয়া হয়েছে। গাছ কাটার এই মহাযজ্ঞ বন্ধ করতে হবে।’
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয়েছেন আরও চারজন।
৩০ মিনিট আগেকুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ‘নীট হরাইজন’ গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে...
১ ঘণ্টা আগেআজ বুধবার সকাল ৯টায় কুয়েটে গিয়ে দেখা যায়, টানা ৪১ ঘণ্টার অনশনে আন্দোলনরত ২৬ শিক্ষার্থীদের সবাই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন। অনেকের শরীরে রক্তচাপ কমে গেছে। কুয়েটের আবাসিক—অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সামনে জড়ো হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল...
২ ঘণ্টা আগে