শ্রীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে বাবা নিহত, সন্তানের হাত বিচ্ছিন্ন 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১৯: ২৩

গাজীপুরের শ্রীপুরে বালুবাহী লরি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর সাত বছরের ছেলে এক হাত বিচ্ছিন্ন হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের চৌধুরীঘাট বেইলি ব্রিজের উত্তরপাশে জৈনা বাজার-কাওরাইদ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পোশাক শ্রমিকের নাম মফিজুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

মফিজুল ইসলামের সাত বছর বয়সী শিশুপুত্র মাহীদের একটি হাত বিচ্ছিন্ন হয়েছে। আর আহত সিএনজিচালক উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে মোস্তফা কামাল (৩৮) 

নিহতের শাশুড়ি ঝর্ণা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের জামাই ও নাতি আমার বাড়িতে বেড়াতে আসার কথা ছিল। সকালে আমাকে জামাই ফোন করে বিষয়টি জানায়। এরপর দুপুরের পর রওনা হয়। কিন্তু বিকেল হলেও ওদের আসতে দেরি হচ্ছে ভেবে আমি জামাইয়ের মোবাইল ফোনে কল করলে নম্বর বন্ধ পাই। এরপর আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারলাম চৌধুরীঘাট এলাকায় একজন লোক মারা গেছে। একজন শিশু আহত হয়েছে। এরপর দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মেয়ের জামাইয়ের মরদেহ দেখতে পাই। তখন নাতির কোনো খোঁজ খবর পাইনি।’ 

ঘটনাস্থলে নিহতের শাশুড়ির আহাজারিপ্রত্যক্ষদর্শী জাহির হোসেন বলেন, একটি অটোরিকশা যাত্রী নিয়ে কাওরাইদের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে একটি বিড়াল সামনে পড়লে অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লড়ি গাড়ির নিচে পড়ে। এতে সিএনজিতে থাকা অজ্ঞাতনামা যাত্রী মাথার গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় অজ্ঞাতনামা এক শিশুর একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সিএনজিচালক মোস্তফা গুরুতর আহত হয়েছে। 

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে অবহিত করেছি। ঘটনাস্থলে একজন মারা গেছে। এক শিশু ও সিএনজির চালক গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত লরি ও অটোরিকশা জব্দ করা হয়েছে। লরির চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত