নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা রিমান্ডের এই নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপ হত্যা মামলার রিমান্ড আবেদন শুনানির জন্য সকালে শাহেন শাহকে আদালতে হাজির করা হয়। দুপুরের পর শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৭ অক্টোবর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। ওই দিনই সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও বিভাগের ডিবি পরিদর্শক রুবেল মল্লিক। আজ রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে তাঁকে সেদিন কারাগারে পাঠানো হয়।
১৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁকে কর্মস্থল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রমিজ (২৪)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা রিমান্ডের এই নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপ হত্যা মামলার রিমান্ড আবেদন শুনানির জন্য সকালে শাহেন শাহকে আদালতে হাজির করা হয়। দুপুরের পর শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৭ অক্টোবর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। ওই দিনই সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও বিভাগের ডিবি পরিদর্শক রুবেল মল্লিক। আজ রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে তাঁকে সেদিন কারাগারে পাঠানো হয়।
১৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁকে কর্মস্থল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রমিজ (২৪)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৩ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে