নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা রিমান্ডের এই নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপ হত্যা মামলার রিমান্ড আবেদন শুনানির জন্য সকালে শাহেন শাহকে আদালতে হাজির করা হয়। দুপুরের পর শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৭ অক্টোবর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। ওই দিনই সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও বিভাগের ডিবি পরিদর্শক রুবেল মল্লিক। আজ রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে তাঁকে সেদিন কারাগারে পাঠানো হয়।
১৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁকে কর্মস্থল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রমিজ (২৪)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা রিমান্ডের এই নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপ হত্যা মামলার রিমান্ড আবেদন শুনানির জন্য সকালে শাহেন শাহকে আদালতে হাজির করা হয়। দুপুরের পর শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৭ অক্টোবর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। ওই দিনই সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও বিভাগের ডিবি পরিদর্শক রুবেল মল্লিক। আজ রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে তাঁকে সেদিন কারাগারে পাঠানো হয়।
১৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তাঁকে কর্মস্থল থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রমিজ (২৪)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।
জুলাই-আগস্টে রাজধানীর চানখাঁরপুল এলাকায় নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য এক মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।
৬ মিনিট আগেগাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার গাংনী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন হয়।
১৩ মিনিট আগেআমরণ অনশনের ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবুও ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় তাঁরা। শিক্ষার্থীদের সাফ কথা, ‘এক দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা অনশন থেকে সরব না। প্রয়োজন হলে আমাদের এখানে মৃত্যু হবে।’
২০ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ চুরির মামলাটি পিবিআই থেকে দুদকে হস্তান্তর করা হয়েছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগে