Ajker Patrika

ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি বিল্লাল, সম্পাদক সাদাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯: ৪০
ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি বিল্লাল, সম্পাদক সাদাত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের সভাপতি বিল্লাল হোসেন এবং সাদাত মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদা দীপা। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির ৪১তম সম্মেলনের উদ্বোধন ও কাউন্সিল শেষে রাতে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাগীব নাঈম। সম্মেলনে অতিথি ছিলেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল। 

কাউন্সিল অধিবেশন শেষে কমিটিতে দুটি সদস্যপদ ফাঁকা রেখে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদুল ইসলাম, লিমা রাণী চৌধুরী ও আসিফ জামান। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফয়সাল মাহমুদ, স্বর্ণা আক্তার ও তাহমিদ তাজওয়ার শুভ্র। 
 
কমিটির বাকিরা হলেন—কোষাধ্যক্ষ জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমন, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজমুল হাসান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সামিহা ইসলাম জিনিয়া, সাংস্কৃতিক সম্পাদক খালেদা আক্তার চাঁদনি, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহসান রাফিন, ক্রীড়া সম্পাদক অনিক ইসলাম, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক আরেফিন ইমন। কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আনিকা হোসেন অহনা, শ্রাবণ চৌধুরী, মৈত্রী ক্যাডেট, জোহরা আক্তার শ্রাবন্তী, আদৃতা রায়, তৌসিফ ইসলাম ও মাশরুর ফাইয়াজ। এ ছাড়া গঠনতন্ত্র অনুযায়ী কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে আছেন বিগত কমিটির সভাপতি তাসীন মল্লিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত