ঢামেক প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও ক্রসিংয়ে আজ রোববার ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙুল কাটা পড়ে আহত হন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর পরবর্তী চিকিৎসা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বোর্ড বসিয়ে করা হবে।
স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে আগামীকাল সোমবার সকালে তাঁকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হবে।
ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় আগামীকাল সোমবার অধ্যাপক আনু মুহাম্মদকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে। ওনার প্লাস্টিক সার্জারি চিকিৎসা লাগবে। সোমবার বেলা ১২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সেখানে উপস্থিত থাকবেন।
আনু মুহাম্মদের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. তানজিম উদ্দিন খান বলেন, আজ দুপুরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষে নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। বাম পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ার কারণে সেখানকার চামড়া, টিস্যু ছিন্নবিচ্ছিন্ন হয়েছিল। সেগুলো এনেস্থেশিয়া দিয়ে অবশ করে ক্লিন করেছেন। এরপর তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। পরে রাতেই তাঁকে কেবিনে শিফট করা হয়।
তিনি আরও বলেন, অবস্থা উন্নতি হলে পরবর্তীতে তাঁর পায়ে বড় ধরনের অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এ জন্য বেশ কয়েকটি অস্ত্রোপচারের দরকার হবে।
আরও পড়ুন—
রাজধানীর খিলগাঁও ক্রসিংয়ে আজ রোববার ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙুল কাটা পড়ে আহত হন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর পরবর্তী চিকিৎসা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বোর্ড বসিয়ে করা হবে।
স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে আগামীকাল সোমবার সকালে তাঁকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হবে।
ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় আগামীকাল সোমবার অধ্যাপক আনু মুহাম্মদকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে। ওনার প্লাস্টিক সার্জারি চিকিৎসা লাগবে। সোমবার বেলা ১২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সেখানে উপস্থিত থাকবেন।
আনু মুহাম্মদের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. তানজিম উদ্দিন খান বলেন, আজ দুপুরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের অস্ত্রোপচার কক্ষে নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদের পায়ে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। বাম পায়ের পাঁচটি আঙুল কাটা পড়ার কারণে সেখানকার চামড়া, টিস্যু ছিন্নবিচ্ছিন্ন হয়েছিল। সেগুলো এনেস্থেশিয়া দিয়ে অবশ করে ক্লিন করেছেন। এরপর তাঁকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। পরে রাতেই তাঁকে কেবিনে শিফট করা হয়।
তিনি আরও বলেন, অবস্থা উন্নতি হলে পরবর্তীতে তাঁর পায়ে বড় ধরনের অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এ জন্য বেশ কয়েকটি অস্ত্রোপচারের দরকার হবে।
আরও পড়ুন—
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১২ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৪০ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে