নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের আগুন লাগা গোডাউনে পটকা, আতশবাজি ও কেমিক্যাল ছিল। পটকা ও কেমিক্যালের কারণে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো বিস্ফোরণ হচ্ছে। আজ সোমবার দুপুরে আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে কেমিক্যালগুলো কী ধরনের দাহ্য পদার্থ তা নিশ্চিতভাবে বলতে পারেনি সংস্থাটি।
দুপুরে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘আমরা পটকা ধরনের কিছু জিনিস পেয়েছি, কিছু এগ্রো প্রোডাক্ট পেয়েছি, কাগজপত্র পেয়েছি। যেসব কেমিক্যাল পাওয়া গেছে সেগুলো কী ধরনের কেমিক্যাল তা আমাদের বিস্ফোরক দল এলে বলতে পারব।’
আগুন নিয়ন্ত্রণে এলেও বেলা ১টা পর্যন্ত পুরোপুরি নির্বাপণ হয়নি। অগ্নিকাণ্ডস্থলে থেমে থেমে বিস্ফোরণের ব্যাপারে জিজ্ঞেস করলে লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘বর্তমানে আমরা থেমে থেমে কিছু আতশবাজি বা পটকা ফাটার মতো শব্দ পাচ্ছি। আমরা ধারণা করছি গোডাউনের পার্সেলের ভেতরে পটকা বা আতশবাজি জাতীয় কিছু থেকে থাকতে পারে। এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানাতে পারব। এখন পর্যন্ত আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কিছু সময় লেগে যেতে পারে।’
বিস্ফোরণের কারণে ফায়ার ফাইটারদের কাজে কিছুটা সমস্যা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ওনাদের (এসএ পরিবহন) সঙ্গে আমরা এখনো কথা বলতে পারিনি। কী ধরনের বিস্ফোরক বা কেমিক্যাল ছিল এটা আমরা এখনো জানতে পারিনি। সাধারণ মালামালের সঙ্গে কোনোভাবেই কেমিক্যাল, পটকা, বিস্ফোরক এ ধরনের জিনিস রাখা উচিত নয় এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। এগুলো আলাদা করে বিশেষভাবে সংরক্ষণ ও পরিবহন করার নিয়ম। যদি সাধারণ মালামালের সঙ্গে একসঙ্গে রাখে, তাহলে তারা কাজটি ঠিক করেনি। এটি তদন্ত সাপেক্ষে বের করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেব।’
ক্ষয়-ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনতলা ভবনটির নিচতলায় আমরা আগুন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। নিচতলায় কিছু জিনিসপত্র পুড়ে গেছে। বিস্তারিত ক্ষতির পরিমাণ তদন্ত করে জানাতে পারব। একটি কার্গোতে আগুন লেগেছিল। সেটিও আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’
এসএ পরিবহনের ওই গোডাউনে নিজস্ব আগুন নির্বাপণ ব্যবস্থা ছিল কি না জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘নিজস্ব আগুন নির্বাপণ ব্যবস্থা আমাদের চোখে পড়েনি। তারপরও আমরা তদন্ত করে তাদের কী সরঞ্জাম ছিল সেটা বিস্তারিত বলতে পারব।’
এসএ পরিবহনের ভেতরে তেলের স্টেশন থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেখান পর্যন্ত আগুন যায়নি। আমরা গোডাউনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’
একটি প্রতিষ্ঠানের ভেতরে পেট্রলপাম্প রাখা যায় কি না জানতে চাইলে লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘এটা তাদের নিজস্ব কি না সেটা তদন্ত করে পরে বলতে পারব। আপাতত আমরা আগুন নির্বাপণে ব্যস্ত আছি। এই পাম্পের ছাড়পত্র আছে কি না সেটি কাগজপত্র দেখে পরে আপনাদের জানাতে পারব।’
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইলে অবস্থিত এসএ পরিবহনের প্রধান কার্যালয়ের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। একপর্যায়ে সেনাবাহিনীর একটি দল এসে যুক্ত হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুইটি ওয়াটার বাউজারসহ সেনাবাহিনী একটি অগ্নিনির্বাপণ দল ক্যান্টনমেন্ট থেকে এসেছে। প্রতিটি ওয়াটার বাউজারে ২০ হাজার লিটার করে পানি রয়েছে। তারা আগুন নির্বাপণের কাজ করছেন। এ ছাড়া ঘটনাস্থলের শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এমপি সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। শুরু থেকেই আনসার বাহিনীও অগ্নিনির্বাপণের কাজে সহায়তা করেছে।
রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের আগুন লাগা গোডাউনে পটকা, আতশবাজি ও কেমিক্যাল ছিল। পটকা ও কেমিক্যালের কারণে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো বিস্ফোরণ হচ্ছে। আজ সোমবার দুপুরে আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে কেমিক্যালগুলো কী ধরনের দাহ্য পদার্থ তা নিশ্চিতভাবে বলতে পারেনি সংস্থাটি।
দুপুরে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘আমরা পটকা ধরনের কিছু জিনিস পেয়েছি, কিছু এগ্রো প্রোডাক্ট পেয়েছি, কাগজপত্র পেয়েছি। যেসব কেমিক্যাল পাওয়া গেছে সেগুলো কী ধরনের কেমিক্যাল তা আমাদের বিস্ফোরক দল এলে বলতে পারব।’
আগুন নিয়ন্ত্রণে এলেও বেলা ১টা পর্যন্ত পুরোপুরি নির্বাপণ হয়নি। অগ্নিকাণ্ডস্থলে থেমে থেমে বিস্ফোরণের ব্যাপারে জিজ্ঞেস করলে লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘বর্তমানে আমরা থেমে থেমে কিছু আতশবাজি বা পটকা ফাটার মতো শব্দ পাচ্ছি। আমরা ধারণা করছি গোডাউনের পার্সেলের ভেতরে পটকা বা আতশবাজি জাতীয় কিছু থেকে থাকতে পারে। এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানাতে পারব। এখন পর্যন্ত আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। সম্পূর্ণ নির্বাপণ করতে আরও কিছু সময় লেগে যেতে পারে।’
বিস্ফোরণের কারণে ফায়ার ফাইটারদের কাজে কিছুটা সমস্যা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ওনাদের (এসএ পরিবহন) সঙ্গে আমরা এখনো কথা বলতে পারিনি। কী ধরনের বিস্ফোরক বা কেমিক্যাল ছিল এটা আমরা এখনো জানতে পারিনি। সাধারণ মালামালের সঙ্গে কোনোভাবেই কেমিক্যাল, পটকা, বিস্ফোরক এ ধরনের জিনিস রাখা উচিত নয় এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। এগুলো আলাদা করে বিশেষভাবে সংরক্ষণ ও পরিবহন করার নিয়ম। যদি সাধারণ মালামালের সঙ্গে একসঙ্গে রাখে, তাহলে তারা কাজটি ঠিক করেনি। এটি তদন্ত সাপেক্ষে বের করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেব।’
ক্ষয়-ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনতলা ভবনটির নিচতলায় আমরা আগুন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। নিচতলায় কিছু জিনিসপত্র পুড়ে গেছে। বিস্তারিত ক্ষতির পরিমাণ তদন্ত করে জানাতে পারব। একটি কার্গোতে আগুন লেগেছিল। সেটিও আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’
এসএ পরিবহনের ওই গোডাউনে নিজস্ব আগুন নির্বাপণ ব্যবস্থা ছিল কি না জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘নিজস্ব আগুন নির্বাপণ ব্যবস্থা আমাদের চোখে পড়েনি। তারপরও আমরা তদন্ত করে তাদের কী সরঞ্জাম ছিল সেটা বিস্তারিত বলতে পারব।’
এসএ পরিবহনের ভেতরে তেলের স্টেশন থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সেখান পর্যন্ত আগুন যায়নি। আমরা গোডাউনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।’
একটি প্রতিষ্ঠানের ভেতরে পেট্রলপাম্প রাখা যায় কি না জানতে চাইলে লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘এটা তাদের নিজস্ব কি না সেটা তদন্ত করে পরে বলতে পারব। আপাতত আমরা আগুন নির্বাপণে ব্যস্ত আছি। এই পাম্পের ছাড়পত্র আছে কি না সেটি কাগজপত্র দেখে পরে আপনাদের জানাতে পারব।’
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কাকরাইলে অবস্থিত এসএ পরিবহনের প্রধান কার্যালয়ের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। একপর্যায়ে সেনাবাহিনীর একটি দল এসে যুক্ত হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুইটি ওয়াটার বাউজারসহ সেনাবাহিনী একটি অগ্নিনির্বাপণ দল ক্যান্টনমেন্ট থেকে এসেছে। প্রতিটি ওয়াটার বাউজারে ২০ হাজার লিটার করে পানি রয়েছে। তারা আগুন নির্বাপণের কাজ করছেন। এ ছাড়া ঘটনাস্থলের শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এমপি সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। শুরু থেকেই আনসার বাহিনীও অগ্নিনির্বাপণের কাজে সহায়তা করেছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
৩৩ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
১ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
২ ঘণ্টা আগে