তিন দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা ছাত্র ইউনিয়নের 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭: ৪১
Thumbnail image

সাবেক ছাত্রনেতা বিপুল চাকমাসহ চারজনকে পরিকল্পিতভাবে হত্যার বিচার, গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ও পরবর্তী সময়ে ছাত্র ইউনিয়নের নেতাদের ওপর পরিকল্পিত হামলায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও রাজু ভাস্কর্যের নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ)।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে তিন দফা দাবি নিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির একাংশের সভাপতি রাগীব নাঈম। কর্মসূচিসমূহ হলো—গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে হামলা, ছাত্র ইউনিয়নের নেতাদের মারধরের ঘটনায় শাস্তি নিশ্চিত করতে ১৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগ প্রদান; ২০ ডিসেম্বর বিকেলে টিএসসি সঞ্জীব চত্বরে সন্ত্রাসবিরোধী আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা এবং ২২ ডিসেম্বর বেলা ৩টায় পাহাড়ে সেনা শাসন হটাও ও সারা দেশে রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সমাবেশ।

লিখিত বক্তব্য পাঠকালে রাগীব নাঈম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ভাস্কর্য নীতিমালার লঙ্ঘন করে রাজু ভাস্কর্যের সামনে বিলবোর্ড স্থাপন করে। পরবর্তীতে তাঁকে (সৈকত) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করার পরেও সেটি সরায়নি। উল্টো ‘মেট্রো অ্যাট টিএসসি: থ্যাংক ইউ শেখ হাসিনা’ সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে গণতান্ত্রিক ছাত্রজোটের মিছিলে হামলা ও ছাত্র ইউনিয়নের নেতাদের মারধর করা হয়। হামলা মারধর করে ছাত্রলীগ থেমে থাকেনি, ক্যাম্পাসের ছাত্র ইউনিয়নের গ্রাফিতিগুলো ছাত্রলীগের নেতা-কর্মীরা মুছে দেয়। আমরা হামলা ও মারধরে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তি দাবি করছি। পাশাপাশি পাহাড় ও সমতলে নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সহসভাপতি শিমুল কুম্ভকার, জয় রায়, সাংগাঠনিক সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল, ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

উল্লেখ্য ছাত্র ইউনিয়নের দুটি অংশ রয়েছে। একটি অংশের নেতৃত্বে রয়েছেন দীপক শীল ও তাসবীবুল গণি। অপর অংশের নেতৃত্বে রয়েছেন রাগীব নাঈম ও রাকিবুল রনি। রাগীব নাঈম ও রাকিবুল রনিদের অংশ গণতান্ত্রিক ছাত্রজোটে রয়েছে। ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে যাঁরা মারধরের শিকার হয়েছেন তাঁরা সবাই রাগীব-রনিদের অংশের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত