দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে বেয়াই খুন

কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া প্রতিনিধি
Thumbnail image
নিহত আলম মিয়া। ছবি সংগৃহীত।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে ছুরিকাঘাতে আলম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আলম মিয়া চরটেকী গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের গোলাম হোসেনের দুই ছেলে সোহরাব উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে গাছ নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ বেলা সাড়ে ১২টার দিকে একটি গ্রাম্য সালিস বসে।

সালিসে নিজাম উদ্দিনের পক্ষে উপস্থিত হন তাঁর বেয়াই আলম মিয়া। কিন্তু এতে ক্ষিপ্ত হন সোহরাব উদ্দিন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ঘরে থাকা ছুরি এনে আলম মিয়াকে আঘাত করেন। আলম মিয়াকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল করল বিটিআরসি

রাউজানে ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রাফির ওপর হামলার অভিযোগ

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষে মারামারি

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

তথ্য কমিশনারের পদ থেকে মাসুদা ভাট্টিকে অপসারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত