Ajker Patrika

যাত্রাবাড়ী থানার মামলায় পুলিশ পরিদর্শক মাজহারুল ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৩০
যাত্রাবাড়ী থানার মামলায় পুলিশ পরিদর্শক মাজহারুল ৫ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ওই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহামিনা হক এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে মাজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মাদ্রাসার শিক্ষার্থী আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মৃগাংক শেখর তালুকদার তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার রাতে পুলিশের খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে মাজহারুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁকে ঢাকায় দিয়ে এসে আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে আরিফের। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং এই হত্যাকাণ্ডে আর যারা জড়িত তাদের শনাক্তকরণের জন্য মাজহারুল ইসলামকে রিমান্ডে দেওয়া একান্ত প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত