শ্রীপুরে রাসায়নিক গুদামে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে চার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ৩৪
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ৪৯
Thumbnail image
শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের এমএন্ডইউ ট্রিমস্ লিমিটেড কারখানায় গতকাল রোববার বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ড হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার রাসায়নিক গুদামে আগুনে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ রোববার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রংমিস্ত্রি আব্দুল রনি (৩০) গাইবান্ধা জেলার সদর উপজেলার মধ্যফজিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কারখানায় আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহত চারজনই রংমিস্ত্রি।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমএন্ডইউ ট্রিমস্ লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের আব্দুর রউফ সরকারের ছেলে মো. সোহাগ সরকার (৩২), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মো. রফিক মাতব্বরের ছেলে শাওন (২২) ও লালমনিরহাট জেলার সদর উপজেলার তালুকহারাটি গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ছেলে মো. মজমুল হক (২১) মারা যান।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত