Ajker Patrika

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯: ৪১
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। 
আজ মঙ্গলবার ভোর ৫টা ৫৬ মিনিটে প্রথমে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী এবং তারপর ভুটানের রাজা। পরে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তাঁরা। এ সময় বেজে ওঠে বিউগল। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলটির শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দ্বিতীয়বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। 
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত