১৮ হাজার ইউএস ডলারসহ শ্রীলঙ্কান নাগরিক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ হাজার ইউএস ডলারসহ এক শ্রীলঙ্কান নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। তাঁর নাম লাসানথা রাথনায়াকা। 

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে বিমানবন্দরের বহির্গমন বোর্ডিং ব্রীজ-৬ থেকে ওই বিদেশিকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে বিমানবন্দর থানায় সহকারী রাজস্ব কর্মকর্তা তৌফিক হাসান বাদী হয়ে চোরাচালানের অভিযোগে মামলা করেন। 

শনিবার (৩১ আগস্ট) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে রাজস্ব কর্মকর্তা ও বিমানবন্দর থানা-পুলিশ। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টায় ওই শ্রীলঙ্কান নাগরিক ইউএল-১৯০ ফ্লাইটে শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। পরে বহির্গমন বোর্ডিং ব্রিজে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্মকর্তারা তার ব্যাগ স্ক্যানিং করে সন্দেহজনক বস্তু দেখতে পায়। পরে ওই যাত্রীকে আটক করে তাঁর ব্যাগ তল্লাশি করে লুকায়িত অবস্থায় ১০০ ইউএস ডলার মূল্যমানের ১৮০টি নোট জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের। পরে এভসেক কর্তৃপক্ষ ঢাকা কাস্টমস হাউসের কাছে হস্তান্তর করে। 
 
এজাহারে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিদেশগামী যাত্রীর কাছে ১২ হাজার মার্কিন ডলার বা সমমানের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা থাকলে তা বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিয়ে তা পাসপোর্টে এনডোর্সমেন্ট করার বাধ্যবাধকতা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত