Ajker Patrika

কুয়েটে বৈষম্যবিরোধীর ব্যানারের অপব্যবহার করায় সংঘর্ষ হয়েছে: জবি ছাত্রদল

জবি প্রতিনিধি 
আজ বুধবার ভাষাশহীদ রফিক ভবনের সামনে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা
আজ বুধবার ভাষাশহীদ রফিক ভবনের সামনে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে সংঘর্ষের সূত্রপাত ঘটানো হয়েছে বলে মনে করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। এর প্রতিবাদে জবি ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘কুয়েট শাখা ছাত্রদলের সদস্যরা ফরম বিতরণের সময় সুপরিকল্পিতভাবে ‘ডামি সাধারণ শিক্ষার্থী’ সেজে হামলা করা হয়েছে। ছাত্রদলের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করবেন না, সম্প্রীতি বজায় রাখুন। আমরা সম্প্রীতির সঙ্গে আছি, থাকব।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতির সহাবস্থান চাই। সবাইকে সে ব্যাপারে সহযোগিতা করার অনুরোধ জানাই।’

অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক সদস্য এবং অন্য কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত