ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত কবির ভূঁইয়ার (৫৫) পরিচয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির শামা ওবায়েদপন্থীদের দাবি, নিহত ব্যক্তি অনুপ্রবেশকারী। অপর পক্ষ শহিদুল ইসলাম বাবুলের দাবি, তিনি উপজেলা কৃষক দলের সদস্য ও তাঁর সমর্থক। তবে নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানায় তাঁর পরিবার।
নিহতের ছেলে মো. তারেক ভূঁইয়া মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা কোনো রাজনীতি করতেন না। বুধবার বাজারে গিয়েছিলেন কিন্তু মারামারিতে যাননি। আমার বাবা ছাগলদী মোড়ে দোকান থেকে পান কিনতে গিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘সংঘর্ষের সময় রিংকুর লোকজন মনে করে শহিদুলের লোক। এরপরই তারা মারধর শুরু করে। আমার বাবাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে রিংকু লোকজনই।’ এ ঘটনায় কারও সহযোগিতা না পেয়ে এখন পর্যন্ত মামলা করতে পারেননি বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষে নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এর আগে গতকাল বুধবার জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নগরকান্দায় পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপির দুটি পক্ষ। সংঘর্ষে কবির ভূঁইয়া নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় শামা ওবায়েদ রিংকু ও শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।
সংঘর্ষের পর এক সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, নিহত ব্যক্তি উপজেলা কৃষক দলের সদস্য এবং তাঁর সমর্থক। একই সঙ্গে তিনি এই খুনের মদদদাতা ও নির্দেশ দাতা হিসেবে শামা ওবায়েদ রিংকুকে দায়ী করেন।
এদিকে আজ বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির ব্যানারে ‘বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে নগরকান্দায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ সংবাদ সম্মেলন করে শামা ওবায়েদ রিংকুর অনুসারীরা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল বলেন, শহিদুল ইসলাম বাবুল নব্য বিএনপি ও অনুপ্রবেশকারীদের নিয়ে শোডাউন এবং পথসভা করার চেষ্টা করেন। এসব জানতে পেরে নগরকান্দা উপজেলা বিএনপি তাঁদের প্রতিহত করে।
তিনি নিহত ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘কবির ভূঁইয়া বিএনপি বা কৃষক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি তরিকত ফেডারেশন নামে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন এবং এই সংগঠন আওয়ামী লীগের জোটভুক্ত দলের একটি।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুলসহ সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত কবির ভূঁইয়ার (৫৫) পরিচয় নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির শামা ওবায়েদপন্থীদের দাবি, নিহত ব্যক্তি অনুপ্রবেশকারী। অপর পক্ষ শহিদুল ইসলাম বাবুলের দাবি, তিনি উপজেলা কৃষক দলের সদস্য ও তাঁর সমর্থক। তবে নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানায় তাঁর পরিবার।
নিহতের ছেলে মো. তারেক ভূঁইয়া মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা কোনো রাজনীতি করতেন না। বুধবার বাজারে গিয়েছিলেন কিন্তু মারামারিতে যাননি। আমার বাবা ছাগলদী মোড়ে দোকান থেকে পান কিনতে গিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘সংঘর্ষের সময় রিংকুর লোকজন মনে করে শহিদুলের লোক। এরপরই তারা মারধর শুরু করে। আমার বাবাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে রিংকু লোকজনই।’ এ ঘটনায় কারও সহযোগিতা না পেয়ে এখন পর্যন্ত মামলা করতে পারেননি বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষে নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এর আগে গতকাল বুধবার জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নগরকান্দায় পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপির দুটি পক্ষ। সংঘর্ষে কবির ভূঁইয়া নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় শামা ওবায়েদ রিংকু ও শহিদুল ইসলাম বাবুলের পদ স্থগিত করেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।
সংঘর্ষের পর এক সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, নিহত ব্যক্তি উপজেলা কৃষক দলের সদস্য এবং তাঁর সমর্থক। একই সঙ্গে তিনি এই খুনের মদদদাতা ও নির্দেশ দাতা হিসেবে শামা ওবায়েদ রিংকুকে দায়ী করেন।
এদিকে আজ বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির ব্যানারে ‘বহিরাগত সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে নগরকান্দায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ সংবাদ সম্মেলন করে শামা ওবায়েদ রিংকুর অনুসারীরা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল বলেন, শহিদুল ইসলাম বাবুল নব্য বিএনপি ও অনুপ্রবেশকারীদের নিয়ে শোডাউন এবং পথসভা করার চেষ্টা করেন। এসব জানতে পেরে নগরকান্দা উপজেলা বিএনপি তাঁদের প্রতিহত করে।
তিনি নিহত ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘কবির ভূঁইয়া বিএনপি বা কৃষক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি তরিকত ফেডারেশন নামে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন এবং এই সংগঠন আওয়ামী লীগের জোটভুক্ত দলের একটি।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুলসহ সালথা ও নগরকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে