অনলাইন ডেস্ক
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালের দিকে তাঁরা তিতুমীর কলেজের সামনের রাস্তা ছেড়ে দিয়ে মূল ফটকের সামনে অবস্থান নেন। কলেজের ১২ শিক্ষার্থী অনশন করছেন বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীতে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রাত ৯টা পর্যন্তও তাঁরা সেখানে অবস্থান করেন।
এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েন। এতে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাজধানীর গুলশান-বনানী, মহাখালী, তেজগাঁও, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও মগবাজার এলাকায় তৈরি হয় ভয়াবহ যানজট।
সন্ধ্যায় আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা আর কোথাও যাব না। কারও আসতে হলে তিতুমীরের সামনে আসতে হবে। এখানে এসে তিতুমীরের সামনেই বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির ঘোষণা দিতে হবে। রাষ্ট্র আমাদের সঙ্গে দ্বিচারিতামূলক আচরণ করছে। তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সাত কলেজের সমন্বয়ে আলাদা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে।’
আন্দোলনে থাকা গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, বুধবার থেকে পাঁচজন অনশন কর্মসূচি শুরু করেন। সকালে দুজন অসুস্থ হয়ে পড়ার বিষয়টি শিক্ষকদের জানানো হয়, কিন্তু তাঁরা সাড়া দেননি। তাঁদের প্রতি শিক্ষকেরা সহানুভূতিশীল না হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সাত দফা ঘোষণা করেছেন।
শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে— রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হলে শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করা, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ, আন্তর্জাতিক মানের গবেষণাগার তৈরিতে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালের দিকে তাঁরা তিতুমীর কলেজের সামনের রাস্তা ছেড়ে দিয়ে মূল ফটকের সামনে অবস্থান নেন। কলেজের ১২ শিক্ষার্থী অনশন করছেন বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ সাত দফা দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীতে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রাত ৯টা পর্যন্তও তাঁরা সেখানে অবস্থান করেন।
এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েন। এতে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাজধানীর গুলশান-বনানী, মহাখালী, তেজগাঁও, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও মগবাজার এলাকায় তৈরি হয় ভয়াবহ যানজট।
সন্ধ্যায় আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা আর কোথাও যাব না। কারও আসতে হলে তিতুমীরের সামনে আসতে হবে। এখানে এসে তিতুমীরের সামনেই বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির ঘোষণা দিতে হবে। রাষ্ট্র আমাদের সঙ্গে দ্বিচারিতামূলক আচরণ করছে। তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সাত কলেজের সমন্বয়ে আলাদা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে।’
আন্দোলনে থাকা গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, বুধবার থেকে পাঁচজন অনশন কর্মসূচি শুরু করেন। সকালে দুজন অসুস্থ হয়ে পড়ার বিষয়টি শিক্ষকদের জানানো হয়, কিন্তু তাঁরা সাড়া দেননি। তাঁদের প্রতি শিক্ষকেরা সহানুভূতিশীল না হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সাত দফা ঘোষণা করেছেন।
শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে— রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হলে শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করা, একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ, আন্তর্জাতিক মানের গবেষণাগার তৈরিতে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।
ইন্দুরকানিতে সামাজিক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গতকাল বুধবার তাঁদের জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
৪ মিনিট আগেপ্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এ বি এম মূসা এবং তাঁর স্ত্রী বাংলাদেশে নারী সাংবাদিকতার অন্যতম অগ্রদূত সেতারা মূসার জন্মবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমানউল্লাহকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।
৮ মিনিট আগেশ্রম ও কর্মসংস্থানসচিব বলেন, টিকটক, ফেসবুকে সময় নষ্ট না করে নিজেদের তৈরি কর। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের...
১৫ মিনিট আগেক্রমবর্ধমান পলিথিনের ব্যবহারে পরিবেশদূষণের পাশাপাশি জীববৈচিত্র্য, অর্থনীতি, মানবস্বাস্থ্যের জন্য হুমকি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের পরিবেশবাদী সংগঠন তপস্যা। আজ বৃহস্পতিবার ওই সংগঠনের উদ্যোগে শহরের সমবায় সুপার মার্কেট এলাকায় পদযাত্রা, মানববন্ধন, আলোচনা সভার
২২ মিনিট আগে