Ajker Patrika

রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব বাজারে এই ঘটনা ঘটে। এ সময় যুবদলের কার্যালয়ে ভাঙচুর করা হয়।

কাঞ্চন পৌর যুবদলের এক নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঘল হোসেন বলেন, ‘আজ শনিবার বিকেলে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে রূপসী এলাকায় গাজী (সাবেক এমপি) বিরোধী সমাবেশের প্রস্তুতি চলছিল। এ নিয়ে গতকাল শুক্রবার রাতে বিরাব বাজার যুবদল কার্যালয়ে সভা বসে। সভার শেষদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী পরিষদের সদস্য কাজী মনিরুজ্জামানের সমর্থকেরা হঠাৎ আক্রমণ করে। জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, তাঁর ভাই আবুলসহ অন্তত ৩০ জনের একটি দল কার্যালয়ে হামলা-ভাঙচুর চালায়। তাতে অন্তত আটজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে মোশারফ হোসেন বলেন, ‘রাতে যুবদলের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে আমাদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদের সঙ্গে হাতাহাতি করে। এর বেশি কিছু হয়নি।’

তবে হামলার অভিযোগ জানিয়ে কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম বলেন, ‘গাজীর বিরুদ্ধে সমাবেশ পণ্ড করতে তারা যুবদল কার্যালয়ে অতর্কিতে হামলা করে। তাতে আমাদের আটজন নেতা-কর্মী আহত হয়। আমরা বিষয়টি রূপগঞ্জ থানা-পুলিশকে জানিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘হামলা ও মারধরের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত