প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): বাংলাবাজার ঘাট থেকে ফেরি না ছাড়ায় শ্বাসকষ্টসহ এক নবজাতককে নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে পরিবার। দীর্ঘক্ষণ ঘাটে বসে থেকে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের লোকজনকে অনুরোধ করেও ওই পরিবারটি ফেরিতে উঠতে পারেনি। রোববার (৯ মে) বিকেলে বাংলাবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শরীয়তপুরের আটং এলাকায় গতকাল শিশুটির জন্ম হয়। শ্বাসকষ্টসহ নানা কারণে অসুস্থ থাকায় জন্মের কয়েক ঘণ্টা পরই এ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে খালাসহ স্বজনরা। শ্বাসকষ্টে মুমূর্ষু অবস্থায় থাকায় মা আঁখিকে শরীয়তপুরের হাসপাতালে রেখে যাওয়া হয়। নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেও তাঁরা শিবচরের বাংলাবাজার ঘাটে এসে আটকে যায়।
বাংলাবাজার ঘাটে কয়েক ঘণ্টা অপেক্ষা ও হাজারো আকুতি মিনতি করেও তাঁরা ফেরি পায়নি। দীর্ঘ সময় ঘাটে থেকে শিশুটি আরও নিস্তেজ হয়ে পড়লে শেষ পর্যন্ত স্বজনরা শরিয়তপুরে ফিরে যেতে বাধ্য হয়।
বাংলাবাজার ঘাটে অ্যাম্বুলেন্সটি এলেও ফেরি না ছেড়ে এমন কঠোর ভূমিকা দেখায় বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। অথচ, ঘোষণার সময় জরুরি সেবা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।
এ নবজাতকের খালা বলেন, 'কয়েক ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে। ওর মা এখনো হাসপাতালের বিছানায়। বাচ্চাটির শ্বাসকষ্ট হওয়ায় ওকে ঢাকা নিচ্ছিলাম। কিন্তু কোন কিছুতেই ফেরি ছাড়ল না। বাচ্চাটি আরও নিস্তেজ হয়ে যাচ্ছে। তাই আবার শরীয়তপুর হাসপাতালেই ফিরে যাচ্ছি।'
১৫ দিন বয়সের নবজাতক রেদোয়ানের মা লাবনী বেগম বলেন, 'বাচ্চাটি খুব অসুস্থ তাই ঢাকায় যাচ্ছি। কিন্তু ফেরি ছাড়ছেই না। রোগীরাও পার হতে পারবে না! এটা কেমন নিয়ম?
এ বিষয়ে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি বন্ধ রাখতে বলেছে তাই বন্ধ। দিনে সব ফেরি বন্ধ থাকবে।'
শিবচর (মাদারীপুর): বাংলাবাজার ঘাট থেকে ফেরি না ছাড়ায় শ্বাসকষ্টসহ এক নবজাতককে নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে পরিবার। দীর্ঘক্ষণ ঘাটে বসে থেকে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের লোকজনকে অনুরোধ করেও ওই পরিবারটি ফেরিতে উঠতে পারেনি। রোববার (৯ মে) বিকেলে বাংলাবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শরীয়তপুরের আটং এলাকায় গতকাল শিশুটির জন্ম হয়। শ্বাসকষ্টসহ নানা কারণে অসুস্থ থাকায় জন্মের কয়েক ঘণ্টা পরই এ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে খালাসহ স্বজনরা। শ্বাসকষ্টে মুমূর্ষু অবস্থায় থাকায় মা আঁখিকে শরীয়তপুরের হাসপাতালে রেখে যাওয়া হয়। নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেও তাঁরা শিবচরের বাংলাবাজার ঘাটে এসে আটকে যায়।
বাংলাবাজার ঘাটে কয়েক ঘণ্টা অপেক্ষা ও হাজারো আকুতি মিনতি করেও তাঁরা ফেরি পায়নি। দীর্ঘ সময় ঘাটে থেকে শিশুটি আরও নিস্তেজ হয়ে পড়লে শেষ পর্যন্ত স্বজনরা শরিয়তপুরে ফিরে যেতে বাধ্য হয়।
বাংলাবাজার ঘাটে অ্যাম্বুলেন্সটি এলেও ফেরি না ছেড়ে এমন কঠোর ভূমিকা দেখায় বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। অথচ, ঘোষণার সময় জরুরি সেবা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।
এ নবজাতকের খালা বলেন, 'কয়েক ঘণ্টা আগে শিশুটির জন্ম হয়েছে। ওর মা এখনো হাসপাতালের বিছানায়। বাচ্চাটির শ্বাসকষ্ট হওয়ায় ওকে ঢাকা নিচ্ছিলাম। কিন্তু কোন কিছুতেই ফেরি ছাড়ল না। বাচ্চাটি আরও নিস্তেজ হয়ে যাচ্ছে। তাই আবার শরীয়তপুর হাসপাতালেই ফিরে যাচ্ছি।'
১৫ দিন বয়সের নবজাতক রেদোয়ানের মা লাবনী বেগম বলেন, 'বাচ্চাটি খুব অসুস্থ তাই ঢাকায় যাচ্ছি। কিন্তু ফেরি ছাড়ছেই না। রোগীরাও পার হতে পারবে না! এটা কেমন নিয়ম?
এ বিষয়ে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি বন্ধ রাখতে বলেছে তাই বন্ধ। দিনে সব ফেরি বন্ধ থাকবে।'
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৬ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৯ ঘণ্টা আগে