Ajker Patrika

টাকা পাচার ঠেকাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ ইউনিট

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২২: ১৭
টাকা পাচার ঠেকাতে শাহজালাল বিমানবন্দরে বিশেষ ইউনিট

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও মুদ্রা পাচার প্রতিরোধে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করেছে ঢাকা কাস্টম হাউস। বোর্ডিং ব্রিজ এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুদ্রা পাচার ঠেকাতে কাজ করবে এ বিশেষ ইউনিট। 

১৫ অক্টোবর কাস্টম হাউস ঢাকা থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। যা পরদিন ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়। 

একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে চার শিফটে মোট ১২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়ে ইউনিটটি কাজ করছে। তাঁরা হলেন মোহাম্মদ জাফর, মো. তৌহিদুজ্জামান, জান্নাতুল মাওয়া, মো. সোহেল, মো. সানোয়ার হোসেন, জুয়েল চক্রবর্তী, আল আমিন রিয়ন, নাজমুল বাসার, নাজমুল হোসেন, সারোয়ার কবির, এ কে এম আনিসুর রহমান ও খাদেমুল ইসলাম। এই ১২ জন কর্মকর্তা এ, বি, সি এবং ডি শিফটে দায়িত্ব পালন করছেন। 

আদেশ অনুযায়ী, প্রতিটি শিফটের সদস্যদের ফ্লাইট রামেজিং, বোর্ডিং ব্রিজ এলাকায় টহল এবং নিরাপত্তা পরীক্ষা পরিচালনা, প্রস্থান স্ক্যানিং তত্ত্বাবধান এবং গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। 

ইউনিটপ্রধান ও ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন বলেন, ‘বিশেষায়িত ইউনিটটির প্রতিটি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিক লক্ষ্য চোরাচালান ও অর্থ পাচার প্রতিরোধ করা। ইউনিটের সদস্যরা এরই মধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত