নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে অভিযান চালিয়ে মাদক-দেশীয় অস্ত্রসহ সাতজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে গত ১৫ দিনে পুলিশ সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক অপরাধীকে আটক করেছে। এসব অপরাধীর মধ্যে অনেক কিশোরও রয়েছে।
আজ বুধবার বুধবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি। সাভার থানায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল আটক ব্যক্তিরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর চকপাড়া গ্রামের আকাশ ওরফে আকাই (২৩), সাভার উত্তরপাড়ার রাকিব হাসান হৃদয় (২৬), বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ রেলস্টেশন এলাকার সাব্বির (২৪), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের নাঈম (২৫), ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আল আমিন (২৮), ডেঞ্জার সাগর (৩০) ও নাঈম (২৫)।
তাঁদের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম ও ঢাকার সাভার থানায় দস্যুতা, হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘সম্প্রতি ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় বেশ কিছু অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কিশোর বয়সী আবার অনেক ক্ষেত্রে ত্রিশের ওপরে বয়সীরা জড়িত, যা আমাদের নজরে এসেছে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর এ ধরনের অপরাধীদের ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালে গত ১৫ দিনে নানা অপরাধের সঙ্গে যুক্ত কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যসহ ২ শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘সর্বশেষ গতকাল রাতে সাভার পৌর এলাকার বাজার রোড, জালেশ্বরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের হেরোইন, চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’
ঢাকার সাভারে অভিযান চালিয়ে মাদক-দেশীয় অস্ত্রসহ সাতজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ নিয়ে গত ১৫ দিনে পুলিশ সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক অপরাধীকে আটক করেছে। এসব অপরাধীর মধ্যে অনেক কিশোরও রয়েছে।
আজ বুধবার বুধবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি। সাভার থানায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল আটক ব্যক্তিরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর চকপাড়া গ্রামের আকাশ ওরফে আকাই (২৩), সাভার উত্তরপাড়ার রাকিব হাসান হৃদয় (২৬), বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ রেলস্টেশন এলাকার সাব্বির (২৪), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের নাঈম (২৫), ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আল আমিন (২৮), ডেঞ্জার সাগর (৩০) ও নাঈম (২৫)।
তাঁদের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম ও ঢাকার সাভার থানায় দস্যুতা, হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘সম্প্রতি ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় বেশ কিছু অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কিশোর বয়সী আবার অনেক ক্ষেত্রে ত্রিশের ওপরে বয়সীরা জড়িত, যা আমাদের নজরে এসেছে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর এ ধরনের অপরাধীদের ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালে গত ১৫ দিনে নানা অপরাধের সঙ্গে যুক্ত কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যসহ ২ শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘সর্বশেষ গতকাল রাতে সাভার পৌর এলাকার বাজার রোড, জালেশ্বরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের হেরোইন, চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’
কুড়িগ্রামের উলিপুরে মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসন তদন্তে নেমেছে। রোববার দুপুর পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
৭ মিনিট আগেস্বপ্ন ছিল আদরের সন্তান একদিন নামকরা প্রকৌশলী হবে। সে আশায় সন্তানকে ভর্তি করান ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। পড়াশোনা শিখে নিজের ও পরিবারের জন্য আলোকিত ভবিষ্যৎ বয়ে আনবেন এই ছিল স্বপ্ন। কিন্তু মর্মান্তিক এক দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ হয়ে গেল ইসলামিক ইউনিভার্সিটি অফ টে
১৮ মিনিট আগেনড়াইলে চার মামলার পরোয়ানাভুক্ত ও এক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল শেখকে (৫০) পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেটেকনাফ সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।
৩৪ মিনিট আগে