টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষ ভাড়া নেওয়ার পরদিন মো. ফেরদাউস শেখ (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া গ্রামের পিঠা গার্ডেন হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সদর থানা-পুলিশ।
পিঠা গার্ডেন হোটেলের মালিক ফারুক হোসেন জানান, গত মঙ্গলবার রাতে এক নারীকে সঙ্গে নিয়ে ফেরদাউস শেখ হোটেলের কক্ষ ভাড়া নেন। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরদিন বুধবার সকালে ওই নারী কৌশলে হোটেল থেকে বের হয়ে যান। দীর্ঘক্ষণ কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কর্মচারীরা দরজা খুলে ফেরদাউস শেখকে মৃত অবস্থায় পান।
হোটেলের ব্যবস্থাপক তুহিন মোল্লা বলেন, ‘মঙ্গলবার রাতে তারা একসঙ্গে হোটেলে উঠেছিলেন। কিন্তু সকালে ওই নারী বের হয়ে যাওয়ার পর থেকে কক্ষটি বন্ধ ছিল। দুপুরে আমরা দরজা খুলে তার মরদেহ দেখতে পাই। কীভাবে তাঁর মৃত্যু হলো, তা আমাদের জানা নেই।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান জানান, হোটেলের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফেরদাউস শেখের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ফেরদাউস। রাতে তিনি ফোনে জানিয়েছিলেন যে, টুঙ্গিপাড়ায় এক বন্ধুর বাড়িতে আছেন। কিন্তু পরদিন তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ জানায়, হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফেরদাউস শেখ টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া পার ঝনঝনিয়া গ্রামের ইমদাদুল হক শেখের ছেলে। তিনি গরুর খামারের ব্যবসার পাশাপাশি ইউনিয়ন যুবলীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।
মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় তাঁকে আসামি করা হয়, যা হত্যাকাণ্ডের পেছনে কারণ হতে পারে বলে তাদের সন্দেহ।
ফেরদাউসের মরদেহ বৃহস্পতিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এক মাস বয়সী যমজ দুই মেয়ের বাবার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গোপালগঞ্জের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে কক্ষ ভাড়া নেওয়ার পরদিন মো. ফেরদাউস শেখ (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া গ্রামের পিঠা গার্ডেন হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সদর থানা-পুলিশ।
পিঠা গার্ডেন হোটেলের মালিক ফারুক হোসেন জানান, গত মঙ্গলবার রাতে এক নারীকে সঙ্গে নিয়ে ফেরদাউস শেখ হোটেলের কক্ষ ভাড়া নেন। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরদিন বুধবার সকালে ওই নারী কৌশলে হোটেল থেকে বের হয়ে যান। দীর্ঘক্ষণ কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে কর্মচারীরা দরজা খুলে ফেরদাউস শেখকে মৃত অবস্থায় পান।
হোটেলের ব্যবস্থাপক তুহিন মোল্লা বলেন, ‘মঙ্গলবার রাতে তারা একসঙ্গে হোটেলে উঠেছিলেন। কিন্তু সকালে ওই নারী বের হয়ে যাওয়ার পর থেকে কক্ষটি বন্ধ ছিল। দুপুরে আমরা দরজা খুলে তার মরদেহ দেখতে পাই। কীভাবে তাঁর মৃত্যু হলো, তা আমাদের জানা নেই।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান জানান, হোটেলের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফেরদাউস শেখের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ফেরদাউস। রাতে তিনি ফোনে জানিয়েছিলেন যে, টুঙ্গিপাড়ায় এক বন্ধুর বাড়িতে আছেন। কিন্তু পরদিন তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ জানায়, হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফেরদাউস শেখ টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া পার ঝনঝনিয়া গ্রামের ইমদাদুল হক শেখের ছেলে। তিনি গরুর খামারের ব্যবসার পাশাপাশি ইউনিয়ন যুবলীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।
মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় তাঁকে আসামি করা হয়, যা হত্যাকাণ্ডের পেছনে কারণ হতে পারে বলে তাদের সন্দেহ।
ফেরদাউসের মরদেহ বৃহস্পতিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এক মাস বয়সী যমজ দুই মেয়ের বাবার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং রাজধানীর উত্তরায় এসব বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় বিভিন্ন ছাত্র সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বিক্ষোভ মিছিল
৩৬ মিনিট আগেজুলাই–আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য কামরুল ইসলামকে আগামী বুধবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটের চেষ্টার ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ও ২ নম্বর টার্মিনালের সামনে গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসোহাগ পল্লী পিকনিক স্পটের ব্যবস্থাপনা পরিচালক মো. জলিল উদ্দিনের নামে তিন কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পৌনে এক কোটি টাকার সম্পদের তথ্য গোপনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি তদন্তে এসব তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে