সখীপুরে কুকুরের আক্রমণে ২১ জন আহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
Thumbnail image

টাঙ্গাইলের সখীপুরে কুকুরের আক্রমণে ২১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার উপজেলার কালমেঘা গ্রামে এ ঘটনা ঘটে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গুরুতর আহতরা হলেন-শরিফা খাতুন (৪০), আবদুল আলিম (২৮), ইসমত আরা (৩০), জরিনা বেগম (৩৬), হেনা আক্তার (৫২), শফিকুল (৪০), পারুল বেগম (৪০), জুনায়েদ মিয়া (৭), সোহেল (২৫), আনোয়ারা (৩৫), বনপ্রহরী মমিনুল ইসলাম (৫৬), নূর মুহাম্মদ (৪০), নাজমা (৫৫) ও আব্দুল খালেক (৬০)। এদের ঢাকায় পাঠানো হয়েছে। 

বাকিরা হলেন–সজিব (৩২), রাব্বি হাসান (১৬), আবু হানিফ (৪০), আবু তালেব (৬৫), বীর মুক্তিযোদ্ধা এসহাক আলী (৭০), আনজুম (৩) ও সালমান (২৬। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

আরএমও মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরের পর থেকে ওই সব রোগী ধাপে ধাপে হাসপাতালে আসতে থাকেন। বিকেল পর্যন্ত মোট ২১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে যাদের শরীরে গভীর ক্ষত হয়েছে, তাদের ১৪ জনকে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত