ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সংঘর্ষে পুলিশসহ আহত কয়েকজন

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৭: ১৫
Thumbnail image

মুন্সিগঞ্জের লৌহজংয়ে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আজ দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে দোহারের পদ্মা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, আজ বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটে মাওয়া চৌরাস্তা থেকে একটি মিছিল নিয়ে পদ্মা সেতু টোল প্লাজাসংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান করে লৌহজং উপজেলায় বসবাসরত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকারের নেতৃত্বে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত তাঁদের দাবি না মানা হবে, ততক্ষণ পর্যন্ত তাঁরা সড়ক থেকে নড়বেন না।

একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা শুরু করে। একই সঙ্গে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পদ্মা সেতু উত্তর থানার ইনচার্জ মো. আসাদুজ্জামান, এএসআই আনিচুর রহমান, নারী কনস্টেবল লতা আক্তার, শিক্ষার্থী বিল্লাল হোসেন, রিমু আক্তার রাজন, শাওনসহ কয়েকজন আহত হন।

বিল্লাল হোসেন নামের এক শিক্ষার্থীকে আটকের পর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের  পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। আটক শিক্ষার্থী বিল্লাল হোসেন উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রেরবাড়ি গ্রামের মান্নান মৃধার ছেলে। তিনি দোহারের পদ্মা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এখনো পদ্মা সেতু এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

লৌহজংয়ে পুলিশ লাঠিপেটা ও টিয়ারগ্যাস নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়ে। ছবি: আজকের পত্রিকাঅতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার বলেন, ‘হঠাৎ মাওয়া থেকে একটি মিছিল নিয়ে আসেন শিক্ষার্থীরা। এরপর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান করে গাড়ি চলাচল বন্ধের চেষ্টা করে। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা আমাদের নির্দেশনা মানেননি। পরে আমরা লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিই।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘শিক্ষার্থীদের হামলায় আমাদের উত্তর থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় আমরা এক শিক্ষার্থীকে আটক করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত