নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় মূল্যবান জিনিসপত্র না পাওয়ায় এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন আব্দুল্লাহ (২৪), তাঁর সহযোগী মতিন (৩৫), চাঁন মিয়া (২৮) ও আয়নাল (২৫)।
আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম এ তথ্য জানান। গতকাল রোববার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম বলেন, ‘১৫ মে রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় ডাকাতির সময় কোনো মূল্যবান জিনিসপত্র না পেয়ে ১৭ বছরের এক কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে তাঁরা ধর্ষণ করেন।’
এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আড়াইহাজার থানায় মামলা করে। তারপর র্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১-এর একটি দল নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ভিকটিমের মোবাইলসহ একটি দেশে তৈরি ওয়ান শুটার গান, একটি শাবল, একটি দা, দুটি রামদা ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব মুখপাত্র বলেন, ‘তারা সংঘবদ্ধ একটি ডাকাত চক্র। চক্রের মূল হোতা আব্দুল্লাহ। এই চক্রে ১০-১২ জন সদস্য রয়েছেন। আব্দুল্লার নেতৃত্বে তাঁরা দুই বছর ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।
সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘রাত আড়াইটার দিকে ডাকাতির উদ্দেশ্যে ভুক্তভোগীর বাড়িতে যায় গ্রেপ্তাররা। সে সময় আব্দুল্লাহ ও মতিন ঘরের জানালা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। তখন ভুক্তভোগী ও তার মায়ের ঘুম ভেঙে গেলে তাঁরা ভয়ে চিৎকার করেন। তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখেন। পরে ঘরের দরজা খুলে দিলে চাঁন মিয়া ও আয়নালসহ অন্য সহযোগীরা দেশীয় অস্ত্রসহ ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের মাসহ ঘরে উপস্থিত সবার হাত,পা ও মুখ বেঁধে ফেলেন। তারপর চাহিদামতো জিনিসপত্র না পেয়ে ক্ষিপ্ত হয়ে তাঁরা ধর্ষণের মতো ঘটনা ঘটান।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় মূল্যবান জিনিসপত্র না পাওয়ায় এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন আব্দুল্লাহ (২৪), তাঁর সহযোগী মতিন (৩৫), চাঁন মিয়া (২৮) ও আয়নাল (২৫)।
আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম এ তথ্য জানান। গতকাল রোববার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তাঁদের গ্রেপ্তার করে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম বলেন, ‘১৫ মে রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় ডাকাতির সময় কোনো মূল্যবান জিনিসপত্র না পেয়ে ১৭ বছরের এক কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে তাঁরা ধর্ষণ করেন।’
এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আড়াইহাজার থানায় মামলা করে। তারপর র্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১-এর একটি দল নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ভিকটিমের মোবাইলসহ একটি দেশে তৈরি ওয়ান শুটার গান, একটি শাবল, একটি দা, দুটি রামদা ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব মুখপাত্র বলেন, ‘তারা সংঘবদ্ধ একটি ডাকাত চক্র। চক্রের মূল হোতা আব্দুল্লাহ। এই চক্রে ১০-১২ জন সদস্য রয়েছেন। আব্দুল্লার নেতৃত্বে তাঁরা দুই বছর ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।
সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘রাত আড়াইটার দিকে ডাকাতির উদ্দেশ্যে ভুক্তভোগীর বাড়িতে যায় গ্রেপ্তাররা। সে সময় আব্দুল্লাহ ও মতিন ঘরের জানালা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। তখন ভুক্তভোগী ও তার মায়ের ঘুম ভেঙে গেলে তাঁরা ভয়ে চিৎকার করেন। তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখেন। পরে ঘরের দরজা খুলে দিলে চাঁন মিয়া ও আয়নালসহ অন্য সহযোগীরা দেশীয় অস্ত্রসহ ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের মাসহ ঘরে উপস্থিত সবার হাত,পা ও মুখ বেঁধে ফেলেন। তারপর চাহিদামতো জিনিসপত্র না পেয়ে ক্ষিপ্ত হয়ে তাঁরা ধর্ষণের মতো ঘটনা ঘটান।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
২৪ মিনিট আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৪১ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
১ ঘণ্টা আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
১ ঘণ্টা আগে