Ajker Patrika

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০০
গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

গাজীপুর মহানগরীর পুবাইল থানার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে বাসের চাপায় হাবিবুর রহমান হাবিব (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জিএমপির পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

হাবিবুর রহমান হাবিব জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রির চর ব্যাপারীপাড়ার সাইদুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পুবাইল ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছিলেন হাবিব। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব সকালে মোটরসাইকেলে চড়ে বাসা থেকে পুবাইলের মীরের বাজারের দিকে যাওয়ার পথে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ে হাবিব সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই হাবিব মারা যান। এ সময় চালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যান। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে পুবাইল থানার করমতলা ক্রিসেন্ট কেমিক্যাল ফ্যাক্টরি সামনে পাকা রাস্তার ওপর ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান হাবিব রাস্তায় পড়ে যান। এ সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত