নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভবনে অগ্নিঝুঁকি কমাতে ও প্রয়োজনীয় লাইসেন্স প্রদানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিন্ন গাইডলাইনের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘সংস্থাগুলো মিলে একটা গাইডলাইন করতে হবে। ডিএনসিসি, ফায়ার সার্ভিস ও রাজউকের আলাদা আলাদা গাইডলাইন থাকলে ভবন মালিকেরা দিশেহারা হয়ে যাবে। তখন তাঁরা ম্যানেজ করে চলতে চেষ্টা করবে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে ‘অগ্নি প্রতিরোধ ও নিরাপত্তা: আমাদের সম্প্রদায়ের সুরক্ষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে গুলশান সোসাইটি, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মেয়র আতিক বলেন, ‘একটা যখন সমন্বিত গাইডলাইন হবে তখন সবকিছু সহজ হয়ে যাবে। না হলে দেখা যাবে আকাশে যত তারা, বিভিন্ন সংস্থার লাইসেন্স দিতে তত ধারা। এটার মধ্যে সিটি করপোরেশনও রয়েছে। আমাদের চেষ্টা থাকবে মানুষ যাতে দ্রুত ভবন ঝুঁকিমুক্ত করতে পারে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘তিনটি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটছে। কারণগুলো হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট, গ্যাস লিগেজ ও ধূমপান। আমরা কাজ করছি। তবে কমসংখ্যক লোকবল দিয়ে অগ্নিঝুঁকি কমিয়ে আনা কঠিন। কারণ ফায়ার সার্ভিসের মাস্টারপ্ল্যানে আছে এক হাজার মানুষের জন্য একজন ফায়ার ফাইটার। বর্তমানে ১২ হাজার জনের জন্য একজন ফায়ার ফাইটার রয়েছে।’
তিনি বলেন, ‘ডিজি হিসেবে গুলশান সোসাইটির জন্য একটা উপহার দিতে চাই। যদি মেয়র মহোদয় আমাকে ছোট একটি জায়গা দেন, তাহলে একটা স্যাটেলাইট স্টেশন করে দিতে চাই।’
রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, ‘এফ আর টাওয়ার ও বেইলি রোডে তদন্ত কমিটির সদস্য ছিলাম। বনানীর এফ আর টাওয়ার ফায়ার এক্সিট ছিল, কিন্তু ব্যবহারের উপযোগী ছিল না। সাধারণ মানুষ নামার সুযোগ পেলে এত মৃত্যুর ঘটনা ঘটত না। বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবন আবাসিক ও বাণিজ্যিক ছিল। সেখানে অগ্নিঝুঁকি কমানোর কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। সমস্যা হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আমরা নিয়মিত তদারকি করছি না।’
রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক বলেন, ভবন নির্মাণ প্রক্রিয়া নজরদারি করার জন্য রাজউক থার্ড পার্টি নিয়োগ করতে যাচ্ছে। এক–দুই সপ্তাহের মধ্যে থার্ড পার্টি নিয়োগে গাইডলাইন প্রস্তুত হয়ে যাবে। ২০০৮ সালের পরে রাজধানীতে ৬ তলার ওপরে ভবন নির্মাণ শুরু হয়। এতে করে অনেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করে সেটি বহুমাত্রিক ব্যবহার শুরু করে। কিন্তু আবাসিক কাম–ব্যবসায়িক ভবন নির্মাণ করতে হলে ফায়ার এক্সিট সিঁড়ি নির্মাণ করতে হবে।
তিনি বলেন, অনেকে নির্মাণাধীন ভবন ভাড়া নিয়ে বসবাস করেন। এতে করে ঝুঁকি বাড়ে। একটি ভবনে বাণিজ্যিক ব্যবহার করতে হলে ট্রেড লাইসেন্স ও ফায়ার সার্টিফিকেট নিতে হয়। কিন্তু সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস অনুমোদন দেওয়ার সময় রাজউকের নকশা না দেখেই অনুমোদন দিয়ে থাকেন। আবার অনেক ভবনে পার্কিংয়ের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।
গোলটেবিল বৈঠকে আরও আলোচনায় অংশ নেন—গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, সহসভাপতি সৈয়দ আলমাস কবির, মহাসচিব আহসান হাবীব প্রমুখ।
ভবনে অগ্নিঝুঁকি কমাতে ও প্রয়োজনীয় লাইসেন্স প্রদানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিন্ন গাইডলাইনের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘সংস্থাগুলো মিলে একটা গাইডলাইন করতে হবে। ডিএনসিসি, ফায়ার সার্ভিস ও রাজউকের আলাদা আলাদা গাইডলাইন থাকলে ভবন মালিকেরা দিশেহারা হয়ে যাবে। তখন তাঁরা ম্যানেজ করে চলতে চেষ্টা করবে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে ‘অগ্নি প্রতিরোধ ও নিরাপত্তা: আমাদের সম্প্রদায়ের সুরক্ষা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের আয়োজন করে গুলশান সোসাইটি, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মেয়র আতিক বলেন, ‘একটা যখন সমন্বিত গাইডলাইন হবে তখন সবকিছু সহজ হয়ে যাবে। না হলে দেখা যাবে আকাশে যত তারা, বিভিন্ন সংস্থার লাইসেন্স দিতে তত ধারা। এটার মধ্যে সিটি করপোরেশনও রয়েছে। আমাদের চেষ্টা থাকবে মানুষ যাতে দ্রুত ভবন ঝুঁকিমুক্ত করতে পারে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘তিনটি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটছে। কারণগুলো হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট, গ্যাস লিগেজ ও ধূমপান। আমরা কাজ করছি। তবে কমসংখ্যক লোকবল দিয়ে অগ্নিঝুঁকি কমিয়ে আনা কঠিন। কারণ ফায়ার সার্ভিসের মাস্টারপ্ল্যানে আছে এক হাজার মানুষের জন্য একজন ফায়ার ফাইটার। বর্তমানে ১২ হাজার জনের জন্য একজন ফায়ার ফাইটার রয়েছে।’
তিনি বলেন, ‘ডিজি হিসেবে গুলশান সোসাইটির জন্য একটা উপহার দিতে চাই। যদি মেয়র মহোদয় আমাকে ছোট একটি জায়গা দেন, তাহলে একটা স্যাটেলাইট স্টেশন করে দিতে চাই।’
রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, ‘এফ আর টাওয়ার ও বেইলি রোডে তদন্ত কমিটির সদস্য ছিলাম। বনানীর এফ আর টাওয়ার ফায়ার এক্সিট ছিল, কিন্তু ব্যবহারের উপযোগী ছিল না। সাধারণ মানুষ নামার সুযোগ পেলে এত মৃত্যুর ঘটনা ঘটত না। বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবন আবাসিক ও বাণিজ্যিক ছিল। সেখানে অগ্নিঝুঁকি কমানোর কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। সমস্যা হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনগুলো আমরা নিয়মিত তদারকি করছি না।’
রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক বলেন, ভবন নির্মাণ প্রক্রিয়া নজরদারি করার জন্য রাজউক থার্ড পার্টি নিয়োগ করতে যাচ্ছে। এক–দুই সপ্তাহের মধ্যে থার্ড পার্টি নিয়োগে গাইডলাইন প্রস্তুত হয়ে যাবে। ২০০৮ সালের পরে রাজধানীতে ৬ তলার ওপরে ভবন নির্মাণ শুরু হয়। এতে করে অনেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করে সেটি বহুমাত্রিক ব্যবহার শুরু করে। কিন্তু আবাসিক কাম–ব্যবসায়িক ভবন নির্মাণ করতে হলে ফায়ার এক্সিট সিঁড়ি নির্মাণ করতে হবে।
তিনি বলেন, অনেকে নির্মাণাধীন ভবন ভাড়া নিয়ে বসবাস করেন। এতে করে ঝুঁকি বাড়ে। একটি ভবনে বাণিজ্যিক ব্যবহার করতে হলে ট্রেড লাইসেন্স ও ফায়ার সার্টিফিকেট নিতে হয়। কিন্তু সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস অনুমোদন দেওয়ার সময় রাজউকের নকশা না দেখেই অনুমোদন দিয়ে থাকেন। আবার অনেক ভবনে পার্কিংয়ের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।
গোলটেবিল বৈঠকে আরও আলোচনায় অংশ নেন—গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, সহসভাপতি সৈয়দ আলমাস কবির, মহাসচিব আহসান হাবীব প্রমুখ।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২১ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
২৬ মিনিট আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৯ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে