নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনামুক্ত হলেও আশঙ্কামুক্ত হতে পারছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা পরবর্তী জটিলতাসহ পুরনো রোগ মারাত্মতভাবে জেঁকে বসেছে তার শরীরে। কোনোভাবেই যেন আর পেরে উঠছেন না তিনি। এক কথায় এই মুহূর্তে মোটেও ভালো নেই তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবাই যখন মুখে কুলুপ এঁটেছেন, তখন এমন আশঙ্কার কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার অবস্থা গুরুতর এবং তার জীবন ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। করোনা শনাক্ত হওয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে করোনা পরবর্তী জটিলতা ও পুরোনো রোগের চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে আজ সোমবার দুপুরে কথা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, উনি (খালেদা জিয়া) খুব ধীরে ধীরে উন্নতি করছেন। তবে তার অবস্থা এখনও গুরুতর। এখনও পর্যন্ত বেশ ঝুঁকিতেই আছেন।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে জানতে চাওয়া হয় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুনের কাছে। তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, না..না..কথা বলা যাবে না। জাহিদ স্যারের (ডা. এ জেড এম জাহিদ হোসেন) সঙ্গে কথা বলেন।
ডা. জাহিদ ফোন না ধরলে এসএমএস পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।
খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ একজনের কাছে জানতে চাইলে তিনি নিজেই অসুস্থ বলে জানান। বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। আমি অসুস্থ। আমার জন্য দোয়া করবেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে দলের মধ্যম সারির এক নেতা জানান, খালেদা জিয়ার অবস্থা ভালো না। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এখনও সিসিইউতে রাখা হয়েছে। তার ডায়াবেটিস, রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ পুরোনো রোগগুলো আরও তীব্র হয়েছে। চিকিৎসকরা তাকে নিয়ে উদ্বেগে রয়েছেন। এ অবস্থায় তার বিষয়ে বাইরে কেউই বেশি কিছু বলছেন না।
১১ মে করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। এরই মধ্যে করোনামুক্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আবেদনে সাড়া দেয়নি সরকার।
ঢাকা: করোনামুক্ত হলেও আশঙ্কামুক্ত হতে পারছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা পরবর্তী জটিলতাসহ পুরনো রোগ মারাত্মতভাবে জেঁকে বসেছে তার শরীরে। কোনোভাবেই যেন আর পেরে উঠছেন না তিনি। এক কথায় এই মুহূর্তে মোটেও ভালো নেই তিনি।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবাই যখন মুখে কুলুপ এঁটেছেন, তখন এমন আশঙ্কার কথা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার অবস্থা গুরুতর এবং তার জীবন ঝুঁকিতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। করোনা শনাক্ত হওয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে করোনা পরবর্তী জটিলতা ও পুরোনো রোগের চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে আজ সোমবার দুপুরে কথা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, উনি (খালেদা জিয়া) খুব ধীরে ধীরে উন্নতি করছেন। তবে তার অবস্থা এখনও গুরুতর। এখনও পর্যন্ত বেশ ঝুঁকিতেই আছেন।
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিষয়ে জানতে চাওয়া হয় তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুনের কাছে। তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, না..না..কথা বলা যাবে না। জাহিদ স্যারের (ডা. এ জেড এম জাহিদ হোসেন) সঙ্গে কথা বলেন।
ডা. জাহিদ ফোন না ধরলে এসএমএস পাঠানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি।
খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ একজনের কাছে জানতে চাইলে তিনি নিজেই অসুস্থ বলে জানান। বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। আমি অসুস্থ। আমার জন্য দোয়া করবেন।
তবে নাম প্রকাশ না করার শর্তে দলের মধ্যম সারির এক নেতা জানান, খালেদা জিয়ার অবস্থা ভালো না। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এখনও সিসিইউতে রাখা হয়েছে। তার ডায়াবেটিস, রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ পুরোনো রোগগুলো আরও তীব্র হয়েছে। চিকিৎসকরা তাকে নিয়ে উদ্বেগে রয়েছেন। এ অবস্থায় তার বিষয়ে বাইরে কেউই বেশি কিছু বলছেন না।
১১ মে করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। এরই মধ্যে করোনামুক্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আবেদনে সাড়া দেয়নি সরকার।
সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে আদালতের মুন্সি সমিতি (অ্যাডভোকেটস ক্লার্ক অ্যাসোসিয়েশন) সহায়তা করেছে এমন দাবি তুলে কার্যালয় ভাঙচুর
৫ ঘণ্টা আগেশেরপুরের মুর্শিদপুর দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হাফেজ উদ্দিন (৩৯) নামে একজন মারা গেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৭ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে এবং সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা-হামলা রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার বিকেলে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে নগরের আম্বরখানার দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
৮ ঘণ্টা আগে