ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান বিপুল রায়ের বিরুদ্ধে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ আবেদনে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের জেরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের এমএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে বলা হয়, ‘আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এমএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অনেকেরই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২৩-২৪ সেশনে আবেদন করার ইচ্ছা ছিল। বিভাগ থেকে সুপারভাইজার মনোনয়ন শেষ না হওয়ায় আমরা আবেদন করতে পারিনি। কিন্তু আমাদের শিক্ষাবর্ষের অনিয়মিত ছাত্র মাহমুদুল হাসানকে বিভাগের সভাপতি বিপুল রায় সুপারিশ করেন এবং ফেলোশিপ প্রাপ্ত হন।’
অভিযোগপত্রে আরও বলা হয়, ‘অথচ ফেলোশিপের শর্তে বলা হয়, অনিয়মিত কোনো ছাত্র আবেদন করতে পারবেন না। একই সঙ্গে বৃত্তিপ্রাপ্ত কেউ গবেষণা শেষ না করলে দুই মাসের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কাই এখানে করা হয়নি। বিভাগের নোটিশ বোর্ডে প্রকাশিত থিসিসের সুপারভাইজার বণ্টনের তালিকায়ও মাহমুদুল হাসানের নাম ছিল না। শুধু দলীয় বিবেচনায় চেয়ারম্যান মাহমুদুল হাসানের পক্ষে ফেলোশিপে আবেদনে সহায়তা করেছেন। দলীয় বিবেচনায় মাহমুদুল হাসানকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগের সভাপতি বিপুল রায় বলেন, ‘আসলে বিষয়টা আমার জানা নেই। এ রকম হয়েছে বলে আমার মনে হয় না।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করার উদ্যোগ নিয়েছে। তদন্ত কমিটি পুরো বিষয়টা ক্ষতিয়ে দেখে প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান বিপুল রায়ের বিরুদ্ধে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ আবেদনে অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের জেরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের এমএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে বলা হয়, ‘আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের এমএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অনেকেরই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২৩-২৪ সেশনে আবেদন করার ইচ্ছা ছিল। বিভাগ থেকে সুপারভাইজার মনোনয়ন শেষ না হওয়ায় আমরা আবেদন করতে পারিনি। কিন্তু আমাদের শিক্ষাবর্ষের অনিয়মিত ছাত্র মাহমুদুল হাসানকে বিভাগের সভাপতি বিপুল রায় সুপারিশ করেন এবং ফেলোশিপ প্রাপ্ত হন।’
অভিযোগপত্রে আরও বলা হয়, ‘অথচ ফেলোশিপের শর্তে বলা হয়, অনিয়মিত কোনো ছাত্র আবেদন করতে পারবেন না। একই সঙ্গে বৃত্তিপ্রাপ্ত কেউ গবেষণা শেষ না করলে দুই মাসের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কাই এখানে করা হয়নি। বিভাগের নোটিশ বোর্ডে প্রকাশিত থিসিসের সুপারভাইজার বণ্টনের তালিকায়ও মাহমুদুল হাসানের নাম ছিল না। শুধু দলীয় বিবেচনায় চেয়ারম্যান মাহমুদুল হাসানের পক্ষে ফেলোশিপে আবেদনে সহায়তা করেছেন। দলীয় বিবেচনায় মাহমুদুল হাসানকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগের সভাপতি বিপুল রায় বলেন, ‘আসলে বিষয়টা আমার জানা নেই। এ রকম হয়েছে বলে আমার মনে হয় না।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করার উদ্যোগ নিয়েছে। তদন্ত কমিটি পুরো বিষয়টা ক্ষতিয়ে দেখে প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমীনের লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
১ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে ২৭০ জন প্রতিবন্ধীর ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা চালানো হয়েছিল। পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে ওই টাকা আত্মসাতে ব্যর্থ হন জড়িত ব্যক্তিরা। তবে ঘটনার চার মাসেও ভাতাভোগীরা টাকা ফেরত পাননি বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বর্জ্যব্যবস্থাপনার জমি ক্রয়ে সাবেক মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে ৫০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি মূল্যে কেনা জমির প্রকৃত মূল্য না দিয়ে জমির দাতাকে মাত্র ১০ লাখ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়।
৯ ঘণ্টা আগেকারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল ও খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন পলাতক হয়েছেন। হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় ইতিমধ্যে পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলেছে, আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মতো...
১০ ঘণ্টা আগে