নড়াইল প্রতিনিধি
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–ওবায়দুল কাদেরসহ ২৪ জনের নামে মামলা হয়েছে। গতকাল শনিবার সদর থানায় মো. শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর একই ঘটনায় সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তাঁর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ৯০ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশব্যাপী খুন, গুম ও জখমের হুকুম পেয়ে আসামিরা ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে শহরের রাসেল সেতুর পূর্ব পাশে পরিকল্পিতভাবে হামলা চালায়। আসামিদের বেপরোয়া হামলা, গুলি ও বোমার বিস্ফোরণে অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হয়।
ওসি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৪ আগস্টের ঘটনার পর ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা হয়েছে। শনিবার যে এজাহারটি জমা দেওয়া হয়েছে সেটি ১০ সেপ্টেম্বরের মামলার সঙ্গে যুক্ত করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। জমা দেওয়া এজাহারে যারা নতুন আসামি হয়েছেন, শুধুমাত্র তারাই পূর্বের মামলার সঙ্গে যুক্ত হবেন। একই ঘটনায় একাধিক মামলা নেওয়ার সুযোগ নেই।’
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–ওবায়দুল কাদেরসহ ২৪ জনের নামে মামলা হয়েছে। গতকাল শনিবার সদর থানায় মো. শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর একই ঘটনায় সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, তাঁর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ৯০ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশব্যাপী খুন, গুম ও জখমের হুকুম পেয়ে আসামিরা ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে শহরের রাসেল সেতুর পূর্ব পাশে পরিকল্পিতভাবে হামলা চালায়। আসামিদের বেপরোয়া হামলা, গুলি ও বোমার বিস্ফোরণে অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হয়।
ওসি সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৪ আগস্টের ঘটনার পর ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা হয়েছে। শনিবার যে এজাহারটি জমা দেওয়া হয়েছে সেটি ১০ সেপ্টেম্বরের মামলার সঙ্গে যুক্ত করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। জমা দেওয়া এজাহারে যারা নতুন আসামি হয়েছেন, শুধুমাত্র তারাই পূর্বের মামলার সঙ্গে যুক্ত হবেন। একই ঘটনায় একাধিক মামলা নেওয়ার সুযোগ নেই।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
১৭ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
২০ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২৯ মিনিট আগে