নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির কোনো বাধা ও ভাঁওতাবাজি শুনবে না জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
আজ শনিবার খুলনার খালিশপুরের ১২ নং ওয়ার্ডের ১ নম্বর বিহারি ক্যাম্পে শেষ মুহূর্তের প্রচারণায় গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপি থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একজন করে সদস্যের মনিটরিং টিম বিএনপির ভোটারদের ভোটদানে বিরত থাকার জন্য উৎসাহিত করবেন। এছাড়া দলীয় কোনো নেতা–কর্মী যদি ভোট দেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির এমন সিদ্ধান্তে চিন্তিত নয় আওয়ামী লীগ বলে জানান তালুকদার আব্দুল খালেক।
তালুকদার আব্দুল খালেক বলেন, সাধারণ মানুষের মধ্যে একধরনের স্বতঃস্ফূর্ততা আছে। তারা বিএনপির এই ভাঁওতাবাজি শুনবে না। মানুষ ভোটকেন্দ্রে যাবে। মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে।
এদিকে সকালে খুলনা প্রেসক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এই নির্বাচনকে বিতর্কিত করতে বা প্রশ্নবিদ্ধ করতে বিএনপিসহ তাঁদের সঙ্গে সম্পৃক্ত দল বা অংশীজনরা অপপ্রচার-বিভ্রান্তি বিশৃঙ্খলার আশ্রয় নিতে পারে। তাই এই বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান করা হচ্ছে।
কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, গোয়েন্দা সংস্থা তৎপর আছেন। ১৪ দলের নেতা–কর্মীরা যার যার এলাকায় ভোট প্রদানে ভোটারদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির কোনো বাধা ও ভাঁওতাবাজি শুনবে না জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
আজ শনিবার খুলনার খালিশপুরের ১২ নং ওয়ার্ডের ১ নম্বর বিহারি ক্যাম্পে শেষ মুহূর্তের প্রচারণায় গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপি থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একজন করে সদস্যের মনিটরিং টিম বিএনপির ভোটারদের ভোটদানে বিরত থাকার জন্য উৎসাহিত করবেন। এছাড়া দলীয় কোনো নেতা–কর্মী যদি ভোট দেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির এমন সিদ্ধান্তে চিন্তিত নয় আওয়ামী লীগ বলে জানান তালুকদার আব্দুল খালেক।
তালুকদার আব্দুল খালেক বলেন, সাধারণ মানুষের মধ্যে একধরনের স্বতঃস্ফূর্ততা আছে। তারা বিএনপির এই ভাঁওতাবাজি শুনবে না। মানুষ ভোটকেন্দ্রে যাবে। মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে।
এদিকে সকালে খুলনা প্রেসক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এই নির্বাচনকে বিতর্কিত করতে বা প্রশ্নবিদ্ধ করতে বিএনপিসহ তাঁদের সঙ্গে সম্পৃক্ত দল বা অংশীজনরা অপপ্রচার-বিভ্রান্তি বিশৃঙ্খলার আশ্রয় নিতে পারে। তাই এই বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান করা হচ্ছে।
কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, গোয়েন্দা সংস্থা তৎপর আছেন। ১৪ দলের নেতা–কর্মীরা যার যার এলাকায় ভোট প্রদানে ভোটারদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি গতকাল বুধবার বিকেলে থানায় সোপর্দ করলে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৬ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)।
১৯ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর চিকিৎসাধীন অবস্থায় বাবা বাবুল মিয়া (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেলেন।
৪১ মিনিট আগেনিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে