Ajker Patrika

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে জামায়াত কর্মী নিহতের ঘটনায় ১০ বছর পর মামলা 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৫: ৫৬
সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে জামায়াত কর্মী নিহতের ঘটনায় ১০ বছর পর মামলা 

সাতক্ষীরার কাশেমপুরে জামায়াত কর্মী শহিদুল ইসলাম বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় প্রায় ১০ বছর পর সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ মুজিবর রহমানসহ ৩২ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে আজ বুধবার এই মামলা করেন নিহতের ভাই ইমাদুল হক।

মামলা হওয়ার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী আকবার হোসেন। তিনি জানান, আদালত মামলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে অন্যতম হলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তালা-কলারোয়ার সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাবেক সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ওসি এনামুল হক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আসামিরা কালো মাইক্রোবাসে এসে শহিদুল ইসলামকে শহর উপকণ্ঠের কাশেমপুর গ্রাম থেকে তুলে নিয়ে যান। পরে তাঁকে গুলি করে হত্যা করে যশোর শহর উপকণ্ঠের পিকনিক কর্নারের সামনে মরদেহ রেখে বন্দুকযুদ্ধে নিহতের নাটক সাজানো হয়।

শহিদুল ইসলামের ভাই ইমাদুল হক বলেন, ‘আমার ভাই জামায়াতের কর্মী ছিলেন। তিনি দলটির বিভিন্ন কর্মসূচিতে যেতেন। তাঁকে বন্দুকযুদ্ধে হত্যার নাটক সাজানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত