নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার চরমঙ্গলহাটা গ্রামের নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ওই বৃদ্ধার শোবার ঘরের বিছানা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে তাঁর গলায় ফাঁস লাগানো ছিল।
নিহত রিজিয়া বেগম (৭০) ওই গ্রামের শিক্ষক মৃত তবিবর রহমানের স্ত্রী। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে রবিউল কবির জানান, বাইরের কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে ঘরে দেখেন জানালার গ্রিলের সঙ্গে তাঁর মা গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন। পরে তাঁর ডাকাডাকিতে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
তিনি বলেন, ‘আমার মায়ের কাছে টাকা ও স্বর্ণালংকার ছিল। মা একা থাকার সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। তদন্তপূর্বক আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।’
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ বিছানায় শোয়া দেখা যায়। আর জানালার গ্রিলের সঙ্গে দড়ি তাঁর গলায় প্যাঁচানো ছিল।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ এ ঘটনায় তদন্ত চলছে বলে তিনি জানান।
নড়াইলের লোহাগড়া উপজেলার চরমঙ্গলহাটা গ্রামের নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ওই বৃদ্ধার শোবার ঘরের বিছানা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় জানালার গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে তাঁর গলায় ফাঁস লাগানো ছিল।
নিহত রিজিয়া বেগম (৭০) ওই গ্রামের শিক্ষক মৃত তবিবর রহমানের স্ত্রী। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে রবিউল কবির জানান, বাইরের কাজ শেষে রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে ঘরে দেখেন জানালার গ্রিলের সঙ্গে তাঁর মা গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন। পরে তাঁর ডাকাডাকিতে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
তিনি বলেন, ‘আমার মায়ের কাছে টাকা ও স্বর্ণালংকার ছিল। মা একা থাকার সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। তদন্তপূর্বক আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।’
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ বিছানায় শোয়া দেখা যায়। আর জানালার গ্রিলের সঙ্গে দড়ি তাঁর গলায় প্যাঁচানো ছিল।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ এ ঘটনায় তদন্ত চলছে বলে তিনি জানান।
একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম বলেছেন, ‘২০১৫ সালের ৬ জানুয়ারি ভোরে ইটিভি ভবন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আমাকে আটক করা হয়। আমার অপরাধ ছিল আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য ইটিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম।’
৫ মিনিট আগেবৃহস্পতিবার অফিস ছুটির সময় ৫৪ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুতের কথা জানানো হয়। রোববার থেকে তাঁদের অফিসে আসতে হবে না। অতিরিক্ত জনবল দেখিয়ে সরকারি মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) বগুড়ার কারখানা থেকে এভাবেই তাঁদের চাকরিচ্যুত করা হয়।
৯ মিনিট আগেশেরপুরে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগেবাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ভোটার কর্তন ও স্থানান্তর হন ৯১৩ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১০ হাজার ২৮৪ জন।
৩৫ মিনিট আগে