Ajker Patrika

বিদ্যালয়ের শৌচাগারে ৩ ঘণ্টা আটকা ছাত্রী, অচেতন অবস্থায় উদ্ধার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে নওশীন মোস্তারি (৯) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের শৌচাগারে ৩ ঘণ্টা আটকা পড়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

বিষয়টিকে শিক্ষকদের অবহেলা উল্লেখ করে বিকেলে ওই শিক্ষার্থীর বাবা বিল্লাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, আজ সকালে প্রথম ক্লাস করার পর বিদ্যালয়ের শৌচাগারে ঢোকে নওশীন। এরপর বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দেয়। পরে দরজা বন্ধ দেখে নানাভাবে বের হতে চেষ্টা করে নওশীন শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। একপর্যায়ে বিদ্যালয়ের পেছনে মাঠে কাজ করা কৃষককেরা তার কান্না শুনে তাকে উদ্ধারে এগিয়ে আসেন। ওই সময় দেয়াল বেয়ে উঠতে গিয়ে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিশুটির বাবা অভিযোগ করেন, ‘বিদ্যালয়ে সাতজন শিক্ষক রয়েছেন। একটা মেয়ে প্রথম ক্লাস করার পর শ্রেণিকক্ষে ব্যাগ রেখে কোথায় গেছে, সেটা খোঁজার প্রয়োজন মনে করেননি তাঁরা। এটা শিক্ষকদের অবহেলা ছাড়া কিছুই না।’

ভুক্তভোগী নওশীন জানায়, সে শৌচাগারে ঢোকার পর বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। পরে সে বের হতে না পেরে কান্নাকাটি করতে করতে দরজায় আঘাত করেছে। এতে তার হাত কেটে গেছে। বাইরে থেকে কেউ দরজা না খোলায় দুই দফা ওপরে উঠে বের হওয়ার চেষ্টা করে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে সে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির মণ্ডল দাবি করেন, ‘২-৩ ঘণ্টা নয়, মেয়েটি ১০-১৫ মিনিট শৌচাগারে আটকা ছিল। পরে শিক্ষকেরা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।’

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, ‘অভিযোগ পেয়ে বিদ্যালয়ের শিক্ষকদের ডেকে এনেছি। শিশুটির পরিবারও উপস্থিত ছিল। সবকিছু শুনে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’

মনিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মোত্তালেব আলম বলেন, ‘ঘটনা শুনেছি। আগামীকাল সরেজমিন তদন্তে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত