বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের মধ্যে ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের মচন্দপুর গ্রামের মো. রহমান শেখ (৪২) এবং কাওছার শেখের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রহমান শেখের পক্ষে চিংগুড়ি গ্রামের ইউপি সদস্য মো. সোহাগ শেখ ও তাঁর লোকজন এবং কাওছারের পক্ষে মচন্দপুর গ্রামের অনেকেই সংঘর্ষে অংশগ্রহণ করেন। এতে রহমান শেখের গ্রুপের মো. আকরাম গুরুতর আহত হন। এ সময় কাওছার শেখ ও সুমন শেখের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
এদিকে, সংঘর্ষের খবরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সংঘর্ষে ব্যবহৃত ঢালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
মচন্দপুর গ্রামের ইউপি সদস্য আমানউল্লাহ ফাইজুল বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে কাওছার ও রহমানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন এলাকা শান্ত রয়েছে। কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার নেতৃত্বে দুই পক্ষের লোকজনকে নিয়ে বসেছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সালিস মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে।’
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। যদি কোনো পক্ষ আইনগত সহায়তা চায় তাহলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের মধ্যে ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের মচন্দপুর গ্রামের মো. রহমান শেখ (৪২) এবং কাওছার শেখের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
রহমান শেখের পক্ষে চিংগুড়ি গ্রামের ইউপি সদস্য মো. সোহাগ শেখ ও তাঁর লোকজন এবং কাওছারের পক্ষে মচন্দপুর গ্রামের অনেকেই সংঘর্ষে অংশগ্রহণ করেন। এতে রহমান শেখের গ্রুপের মো. আকরাম গুরুতর আহত হন। এ সময় কাওছার শেখ ও সুমন শেখের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
এদিকে, সংঘর্ষের খবরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সংঘর্ষে ব্যবহৃত ঢালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
মচন্দপুর গ্রামের ইউপি সদস্য আমানউল্লাহ ফাইজুল বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে কাওছার ও রহমানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন এলাকা শান্ত রয়েছে। কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার নেতৃত্বে দুই পক্ষের লোকজনকে নিয়ে বসেছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সালিস মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে।’
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। যদি কোনো পক্ষ আইনগত সহায়তা চায় তাহলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
নারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
৩ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
১০ মিনিট আগেটাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ দিনের রিমান্ড শেষে আজ রোবাবর তাঁকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
১৮ মিনিট আগেঅপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার-১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম জামিন দেন।
২৫ মিনিট আগে