ঢাল-সড়কি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২২, ২০: ৫০

বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের মধ্যে ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের মচন্দপুর গ্রামের মো. রহমান শেখ (৪২) এবং কাওছার শেখের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

রহমান শেখের পক্ষে চিংগুড়ি গ্রামের ইউপি সদস্য মো. সোহাগ শেখ ও তাঁর লোকজন এবং কাওছারের পক্ষে মচন্দপুর গ্রামের অনেকেই সংঘর্ষে অংশগ্রহণ করেন। এতে রহমান শেখের গ্রুপের মো. আকরাম গুরুতর আহত হন। এ সময় কাওছার শেখ ও সুমন শেখের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। 

এদিকে, সংঘর্ষের খবরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সংঘর্ষে ব্যবহৃত ঢালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। 

মচন্দপুর গ্রামের ইউপি সদস্য আমানউল্লাহ ফাইজুল বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে কাওছার ও রহমানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন এলাকা শান্ত রয়েছে। কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার নেতৃত্বে দুই পক্ষের লোকজনকে নিয়ে বসেছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সালিস মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে।’ 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। যদি কোনো পক্ষ আইনগত সহায়তা চায় তাহলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত