শেখ হাসিনার গাড়িবহরে হামলা: বিএনপি নেতা হাবিবসহ ৪৬ নেতা-কর্মীর জামিন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০০: ০৭
Thumbnail image

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতা-কর্মী। আজ মঙ্গলবার হাইকোর্টের ১১ নম্বর বেঞ্চ তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। 

হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা আক্তার বকুল জামিনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আদালত সাবেক এমপি হাবিবসহ বিএনপির ৫০ জন নেতা-কর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেন। 

এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা দেওয়া হয়। নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে কারাবন্দী বিএনপি নেতা-কর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। আদালত হাবিবসহ কারাবন্দী ৪৬ জনের জামিন মঞ্জুর করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘এর ফলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ অন্য আসামিদের কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা রইল না।’ 

এদিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন পাওয়ার খবরে সাতক্ষীরার তালায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় উল্লাস প্রকাশ করেন যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত