Ajker Patrika

২৪ কিমি পথ হেঁটে ভাষাশহীদদের স্মরণ করলেন ইবির পাঁচ শিক্ষার্থী 

ইবি প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ০০
২৪ কিমি পথ হেঁটে ভাষাশহীদদের স্মরণ করলেন ইবির পাঁচ শিক্ষার্থী 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের স্মরণে ২৪ কিলোমিটার পথ হেঁটেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে রওনা হয়ে বেলা সাড়ে তিনটায় তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছান। 

এ সময় তাঁদের জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিলেন সহপাঠীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন তাঁরা। 

পাঁচ শিক্ষার্থী হলেন আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায়, নাদিম মাহমুদ, রোকনুজ্জামান রায়হান, শোহেব আফজাল সিদ্দিকী ও আল ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন হোসাইন। 

ভাষা শহীদদের স্মরণে ২৪ কিমি পথ পায়ে হেঁটে রওনা দেন পাঁচ শিক্ষার্থীজানা যায়, বর্তমানে প্রভাতফেরির প্রচলন হারিয়ে যাওয়া, আঞ্চলিক ভাষাকে সম্মান প্রদর্শন ও ভাষার শুদ্ধ উচ্চারণের বার্তা নিয়ে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায় প্রথম এ যাত্রার কথা ভাবেন। যেই ভাবনা সেই কাজ বিজনের। এরই মধ্যে বিজনের সঙ্গে যোগ দেন আরও চার শিক্ষার্থী। 

এ বিষয়ে শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘পৃথিবীতে এমন কোনো নজির নেই, যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। ভাষাশহীদদের স্মরণে ও শ্রদ্ধা নিবেদনের জন্য নিজেদের জায়গা থেকে এই প্রয়াস। আমাদের এই যাত্রার মাধ্যমে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন, শুদ্ধাচার, আঞ্চলিক ভাষাকে সম্মান এবং হারিয়ে যাওয়া প্রভাতফেরির বার্তা দিতে চাই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত