শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
পরিবেশ সুরক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান শুরু করেছেন শ্যামনগরের পাঁচ তরুণ। গতকাল বুধবার উপজেলা সদরের শ্যামনগর সরকারি মহসীন কলেজ ক্যাম্পাস থেকে গন্তব্য বাগেরহাটের উদ্দেশে যাত্রা করেন তাঁরা।
পথে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনের দপ্তরে উপস্থিত হয়ে পাঁচ তরুণ নিজেদের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে তাঁকে অবহিত করেন। আহাদুল্লাহ, রাফিউল্লাহ, মিথুন, রায়হানুল ইসলাম ও ফিরোজ নামের ওই পাঁচ তরুণ শ্যামনগর সরকারি মহসীন কলেজের ছাত্র। নিজেদের প্রতিষ্ঠানের রোভার গ্রুপেরও সদস্য তাঁরা।
অভিযানে অংশ নেওয়া তরুণদের শুভেচ্ছা জানাতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল রিফাত, প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, সিডিও পরিচালক গাজী আল ইমরান, উপজেলা রেফারি সমিতির সম্পাদক তৈয়েবুর রহমান বাবলু।
ইউএনও মোছা. রনী খাতুন অভিযানে অংশ নেওয়া তরুণদের সাফল্য কামনার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় অভিযানে অংশগ্রহণকারীদের চকলেটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী সরবরাহ করেন।
অভিযানের দলনেতা আহাদুল্লাহ বলেন, তাঁরা প্লাস্টিক ও পলিথিন বর্জনের পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রচারণা চালাবেন। এ ছাড়া বাল্যবিবাহের কুফল, ইভ টিজিং বন্ধ, মাদক পরিহারসহ ডেঙ্গু সচেতনতার বিষয়ে লিফলেট বিতরণ করবেন। শ্যামনগর সরকারি মহসীন কলেজের রোভার গ্রুপের পক্ষ থেকে তাঁরা এমন উদ্যোগ নিয়েছেন বলেও জানান।
রাফিউল্লাহ জানান দিনে তাঁরা ন্যূনতম ৩০ কিলোমিটার পথ হাঁটার মাধ্যমে ষষ্ঠ দিনে বাগেরহাট সরকারি কলেজে পৌঁছাবে। শ্যামনগর থেকে যাত্রা শুরু করে কালীগঞ্জ, খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ হয়ে চুকনগর দিয়ে খুলনা হয়ে বাগেরহাট পৌঁছাবে। পথে নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে রাত্রিকালীন যাত্রাবিরতির পাশাপাশি ওই কলেজের গ্রন্থাগার ব্যবহার করবে পড়ার কাজে।
ইউএনও রনী খাতুন বলেন, তরুণেরা সব সময় জাতিকে পথ দেখায়। দীর্ঘ পথ হেঁটে শ্যামনগরের পাঁচ তরুণ যে বার্তা মানুষের কাছে পৌঁছাবেন, তা অন্তরে গ্রহণ করলে মানুষ ভালো কাজে উৎসাহ পাবে।
পরিবেশ সুরক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান শুরু করেছেন শ্যামনগরের পাঁচ তরুণ। গতকাল বুধবার উপজেলা সদরের শ্যামনগর সরকারি মহসীন কলেজ ক্যাম্পাস থেকে গন্তব্য বাগেরহাটের উদ্দেশে যাত্রা করেন তাঁরা।
পথে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনের দপ্তরে উপস্থিত হয়ে পাঁচ তরুণ নিজেদের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে তাঁকে অবহিত করেন। আহাদুল্লাহ, রাফিউল্লাহ, মিথুন, রায়হানুল ইসলাম ও ফিরোজ নামের ওই পাঁচ তরুণ শ্যামনগর সরকারি মহসীন কলেজের ছাত্র। নিজেদের প্রতিষ্ঠানের রোভার গ্রুপেরও সদস্য তাঁরা।
অভিযানে অংশ নেওয়া তরুণদের শুভেচ্ছা জানাতে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল রিফাত, প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, সিডিও পরিচালক গাজী আল ইমরান, উপজেলা রেফারি সমিতির সম্পাদক তৈয়েবুর রহমান বাবলু।
ইউএনও মোছা. রনী খাতুন অভিযানে অংশ নেওয়া তরুণদের সাফল্য কামনার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় অভিযানে অংশগ্রহণকারীদের চকলেটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী সরবরাহ করেন।
অভিযানের দলনেতা আহাদুল্লাহ বলেন, তাঁরা প্লাস্টিক ও পলিথিন বর্জনের পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রচারণা চালাবেন। এ ছাড়া বাল্যবিবাহের কুফল, ইভ টিজিং বন্ধ, মাদক পরিহারসহ ডেঙ্গু সচেতনতার বিষয়ে লিফলেট বিতরণ করবেন। শ্যামনগর সরকারি মহসীন কলেজের রোভার গ্রুপের পক্ষ থেকে তাঁরা এমন উদ্যোগ নিয়েছেন বলেও জানান।
রাফিউল্লাহ জানান দিনে তাঁরা ন্যূনতম ৩০ কিলোমিটার পথ হাঁটার মাধ্যমে ষষ্ঠ দিনে বাগেরহাট সরকারি কলেজে পৌঁছাবে। শ্যামনগর থেকে যাত্রা শুরু করে কালীগঞ্জ, খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ হয়ে চুকনগর দিয়ে খুলনা হয়ে বাগেরহাট পৌঁছাবে। পথে নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে রাত্রিকালীন যাত্রাবিরতির পাশাপাশি ওই কলেজের গ্রন্থাগার ব্যবহার করবে পড়ার কাজে।
ইউএনও রনী খাতুন বলেন, তরুণেরা সব সময় জাতিকে পথ দেখায়। দীর্ঘ পথ হেঁটে শ্যামনগরের পাঁচ তরুণ যে বার্তা মানুষের কাছে পৌঁছাবেন, তা অন্তরে গ্রহণ করলে মানুষ ভালো কাজে উৎসাহ পাবে।
পেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
৩৩ মিনিট আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
১ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বর্জ্য ফেলার নিজস্ব কোনো জায়গা বা ভাগাড় না থাকায় তা ফেলা হচ্ছে নদীতে। ফলে অস্তিত্বের সংকটে পড়েছে জেলার ফুলবাড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী। এতে পরিবেশ দূষিত হচ্ছে, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আবর্জনার স্তূপে মৃতপ্রায় নদীটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি..
১ ঘণ্টা আগেকক্সবাজার শহরের উত্তর পাশ ঘেঁষে মহেশখালী চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে মিশেছে খরস্রোতা নদী বাঁকখালী। এ নদীর মোহনা ঘিরেই গড়ে উঠেছে দেশের প্রধান পর্যটন শহরের ব্যবসা-বাণিজ্য। কিন্তু সেই নদীই দখল-দূষণে এখন সরু খালে পরিণত হচ্ছে। প্রভাবশালী দখলদারেরা নদীতীরের প্যারাবন কেটে ও চর ভরাট করে একের পর এক...
১ ঘণ্টা আগে