ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ২ 

শার্শা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৪ জুন ২০২৪, ১৫: ২৮
Thumbnail image

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে নাভারন ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার বসু জানান, তাঁরা দুজন ফজরের নামাজ পড়ার জন্য বের হয়েছিলেন।

নিহতরা হলেন শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) এবং ঝিকরগাছার নাভারন কলোনির শ্যাম গাজীর ছেলে ও জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের নৈশপ্রহরী আলী বক্স (৬৫)। তাঁরা দুজনই নাভারন ফরেস্ট পাড়ায় বাস করতেন।

এসআই জয়ন্ত কুমার বসু জানান, নাসির উদ্দিন ও আলী বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য রাস্তার পাশ দিয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝাই একটি ট্রাক বিপরীত দিকে দ্রুতগতিতে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্যজন মারা যান। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

খাদে পড়ে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকাতিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত