ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১৩: ০৭
আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৪: ৫৮

পাইকগাছায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সড়ে ৮টার দিকে উপজেলার চাঁদখালীর দেবদুয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নজরুল গাজী (৩৫)। তিনি উপজেলা চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মৃত ইয়াকুব আলী গাজীর ছেলে।

পাইকগাছা থানার উপপরিদর্শক আনজির হোসেন জানান, নজরুল নিজের বোরো ধানের জমির চারপাশে ইঁদুর মারার জন্য রাতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে বিদ্যুতের সংযোগ দেন। কিন্তু সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান তিনি। নিজেই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আহত হন। পরে তাঁকে পাইকগাছা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত