সুন্দরবন থেকে হরিণের রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
Thumbnail image
ফাইল ছবি

সুন্দরবন থেকে হরিণের রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার করেছে বনকর্মীরা। গতকাল সোমবার রাত ৮টার দিকে পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশনের বয়ারসিং এলাকা থেকে মাংস উদ্ধার করা হয়।

বন বিভাগের ধারণা পেশাদার চোরা শিকারিরা এ ঘটনার সঙ্গে জড়িত। উদ্ধার করা মাংস কেরোসিন মাখিয়ে মাটিতে পুঁতে নষ্ট করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনের মামলা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী হাবিবুল ইসলাম জানান, বুড়িগোলীনি স্টেশন কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের মধ্যে অভিযান চালায়। এ সময় তেরকাটির খাল সংলগ্ন বয়ারসিং এলাকায় পরিত্যক্ত অবস্থায় রান্না ও কাঁচা হরিণের মাংস পাওয়া যায়। এর আগে বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে চোরা শিকারি চক্রের সদস্যরা বনের গভীরে পালিয়ে যায়।

ঘটনার সাতে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় পেশাদার শিকারি চক্রের সম্পৃক্ততার ধারণা করছে বন বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত