পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যাটারিচালিত যানবাহন ইজিবাইকের চাকায় চুল জড়িয়ে গুরুতর আহত হয়েছেন ঝুম্পা মজুমদার। চামড়াসহ চুল উঠে গিয়ে খুলি বেরিয়ে গেছে তাঁর। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।
জানা গেছে, ঝুম্পা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের নেপাল মজুমদারের মেয়ে। তিনি কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিন বোনের মধ্যে ঝুম্পা মজুমদার বড়, দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স প্রায় পাঁচ বছর।
ঝুম্পার চাচাতো ভাই কালিপদ মজুমদার বলেন, গত ৩ নভেম্বর পরীক্ষা দিতে ইজিবাইকে কলেজে যাচ্ছিলেন ঝুম্পা। পথে মাথার লম্বা চুল ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে গেলে চামড়াসহ সব চুল উঠে যায়। এতে প্রায় খুলি বেরিয়ে গেছে তাঁর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ঝুম্পাকে ঢাকায় পাঠাতে হবে। এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
কালিপদ মজুমদার আরও বলেন, ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্যাটারিচালিত যানবাহন ইজিবাইকের চাকায় চুল জড়িয়ে গুরুতর আহত হয়েছেন ঝুম্পা মজুমদার। চামড়াসহ চুল উঠে গিয়ে খুলি বেরিয়ে গেছে তাঁর। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।
জানা গেছে, ঝুম্পা পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের নেপাল মজুমদারের মেয়ে। তিনি কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিন বোনের মধ্যে ঝুম্পা মজুমদার বড়, দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স প্রায় পাঁচ বছর।
ঝুম্পার চাচাতো ভাই কালিপদ মজুমদার বলেন, গত ৩ নভেম্বর পরীক্ষা দিতে ইজিবাইকে কলেজে যাচ্ছিলেন ঝুম্পা। পথে মাথার লম্বা চুল ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে গেলে চামড়াসহ সব চুল উঠে যায়। এতে প্রায় খুলি বেরিয়ে গেছে তাঁর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য ঝুম্পাকে ঢাকায় পাঠাতে হবে। এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল।
কালিপদ মজুমদার আরও বলেন, ঝুম্পার বাবা হতদরিদ্র কৃষক। তাঁর পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৮ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৯ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩৫ মিনিট আগে