বেনাপোল (যশোর), প্রতিনিধি
ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দর পরিদর্শনে নিরাপত্তার কারণ দেখিয়ে আজ রোববার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। একই নিরাপত্তার কথা জানিয়ে গতকাল শনিবার ও আজ রোববার আমদানি, রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এতে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বেনাপোল ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা আপাতত বন্দরে অপেক্ষা করছেন। পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আজ দুপুর ২টার পর থেকে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
এদিকে, পারাপার বন্ধ থাকায় দুই পারের সীমান্তে কয়েকশ পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছেন। তাঁদের মধ্যে জরুরি চিকিৎসা সেবাপ্রত্যাশী, ব্যবসায়ী ও শিক্ষার্থী রয়েছেন। একইভাবে দুদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখায় সহস্রাধিক ট্রাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এসব পণ্যের মধ্যে মাছ, সবজি, শিশু খাদ্য, কলকারখানার কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী আছে।
পাসপোর্টধারী যাত্রী অনিতা ঘোষ জানান, চিকিৎসক দেখাতে চেন্নাই যাবেন। কলকাতা থেকে বিমানের টিকিট টাকা ছিল। হঠাৎ ইমিগ্রেশন বন্ধ করে দেওয়ায় তাঁরা আর বিমান ধরতে পারবেন না। এতে অর্থনৈতিক ক্ষতি ও চিকিৎসার ক্ষতি হয়েছে। বন্ধের বিষয়টি আগে ঘোষণা দিলে এই ক্ষতি হতো না।
বেনাপোল আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, গত শুক্রবার সরকারি ছুটিতে তিন দিন ধরে এ পথে বাণিজ্য বন্ধ। এতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার জানান, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় কর্তৃপক্ষ দুদিন বাণিজ্য বন্ধ ও পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রেখেছে। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দীন জানান, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমতি দিলে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা হবে। নিরাপত্তাজনিত কারক দেখিয়ে কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল ভারতীয় ইমিগ্রেশন। পাসপোর্টধারীরা বন্দরে অবস্থান করছে। জেলা ২টার পর আশা করা যাচ্ছে আবারও যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে।
ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দর পরিদর্শনে নিরাপত্তার কারণ দেখিয়ে আজ রোববার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। একই নিরাপত্তার কথা জানিয়ে গতকাল শনিবার ও আজ রোববার আমদানি, রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এতে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বেনাপোল ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা আপাতত বন্দরে অপেক্ষা করছেন। পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আজ দুপুর ২টার পর থেকে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
এদিকে, পারাপার বন্ধ থাকায় দুই পারের সীমান্তে কয়েকশ পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছেন। তাঁদের মধ্যে জরুরি চিকিৎসা সেবাপ্রত্যাশী, ব্যবসায়ী ও শিক্ষার্থী রয়েছেন। একইভাবে দুদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখায় সহস্রাধিক ট্রাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এসব পণ্যের মধ্যে মাছ, সবজি, শিশু খাদ্য, কলকারখানার কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী আছে।
পাসপোর্টধারী যাত্রী অনিতা ঘোষ জানান, চিকিৎসক দেখাতে চেন্নাই যাবেন। কলকাতা থেকে বিমানের টিকিট টাকা ছিল। হঠাৎ ইমিগ্রেশন বন্ধ করে দেওয়ায় তাঁরা আর বিমান ধরতে পারবেন না। এতে অর্থনৈতিক ক্ষতি ও চিকিৎসার ক্ষতি হয়েছে। বন্ধের বিষয়টি আগে ঘোষণা দিলে এই ক্ষতি হতো না।
বেনাপোল আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, গত শুক্রবার সরকারি ছুটিতে তিন দিন ধরে এ পথে বাণিজ্য বন্ধ। এতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার জানান, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় কর্তৃপক্ষ দুদিন বাণিজ্য বন্ধ ও পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রেখেছে। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দীন জানান, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমতি দিলে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা হবে। নিরাপত্তাজনিত কারক দেখিয়ে কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল ভারতীয় ইমিগ্রেশন। পাসপোর্টধারীরা বন্দরে অবস্থান করছে। জেলা ২টার পর আশা করা যাচ্ছে আবারও যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে।
মূল সড়কে অটোরিকশা চালানোর দাবিতে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় চালকেরা বিক্ষোভ করলে মারধরের শিকার হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে...
২০ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
২ ঘণ্টা আগে