বেনাপোল (যশোর), প্রতিনিধি
ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দর পরিদর্শনে নিরাপত্তার কারণ দেখিয়ে আজ রোববার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। একই নিরাপত্তার কথা জানিয়ে গতকাল শনিবার ও আজ রোববার আমদানি, রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এতে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বেনাপোল ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা আপাতত বন্দরে অপেক্ষা করছেন। পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আজ দুপুর ২টার পর থেকে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
এদিকে, পারাপার বন্ধ থাকায় দুই পারের সীমান্তে কয়েকশ পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছেন। তাঁদের মধ্যে জরুরি চিকিৎসা সেবাপ্রত্যাশী, ব্যবসায়ী ও শিক্ষার্থী রয়েছেন। একইভাবে দুদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখায় সহস্রাধিক ট্রাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এসব পণ্যের মধ্যে মাছ, সবজি, শিশু খাদ্য, কলকারখানার কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী আছে।
পাসপোর্টধারী যাত্রী অনিতা ঘোষ জানান, চিকিৎসক দেখাতে চেন্নাই যাবেন। কলকাতা থেকে বিমানের টিকিট টাকা ছিল। হঠাৎ ইমিগ্রেশন বন্ধ করে দেওয়ায় তাঁরা আর বিমান ধরতে পারবেন না। এতে অর্থনৈতিক ক্ষতি ও চিকিৎসার ক্ষতি হয়েছে। বন্ধের বিষয়টি আগে ঘোষণা দিলে এই ক্ষতি হতো না।
বেনাপোল আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, গত শুক্রবার সরকারি ছুটিতে তিন দিন ধরে এ পথে বাণিজ্য বন্ধ। এতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার জানান, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় কর্তৃপক্ষ দুদিন বাণিজ্য বন্ধ ও পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রেখেছে। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দীন জানান, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমতি দিলে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা হবে। নিরাপত্তাজনিত কারক দেখিয়ে কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল ভারতীয় ইমিগ্রেশন। পাসপোর্টধারীরা বন্দরে অবস্থান করছে। জেলা ২টার পর আশা করা যাচ্ছে আবারও যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে।
ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দর পরিদর্শনে নিরাপত্তার কারণ দেখিয়ে আজ রোববার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। একই নিরাপত্তার কথা জানিয়ে গতকাল শনিবার ও আজ রোববার আমদানি, রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এতে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বেনাপোল ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা আপাতত বন্দরে অপেক্ষা করছেন। পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আজ দুপুর ২টার পর থেকে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
এদিকে, পারাপার বন্ধ থাকায় দুই পারের সীমান্তে কয়েকশ পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছেন। তাঁদের মধ্যে জরুরি চিকিৎসা সেবাপ্রত্যাশী, ব্যবসায়ী ও শিক্ষার্থী রয়েছেন। একইভাবে দুদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখায় সহস্রাধিক ট্রাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এসব পণ্যের মধ্যে মাছ, সবজি, শিশু খাদ্য, কলকারখানার কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী আছে।
পাসপোর্টধারী যাত্রী অনিতা ঘোষ জানান, চিকিৎসক দেখাতে চেন্নাই যাবেন। কলকাতা থেকে বিমানের টিকিট টাকা ছিল। হঠাৎ ইমিগ্রেশন বন্ধ করে দেওয়ায় তাঁরা আর বিমান ধরতে পারবেন না। এতে অর্থনৈতিক ক্ষতি ও চিকিৎসার ক্ষতি হয়েছে। বন্ধের বিষয়টি আগে ঘোষণা দিলে এই ক্ষতি হতো না।
বেনাপোল আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, গত শুক্রবার সরকারি ছুটিতে তিন দিন ধরে এ পথে বাণিজ্য বন্ধ। এতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার জানান, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় কর্তৃপক্ষ দুদিন বাণিজ্য বন্ধ ও পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রেখেছে। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দীন জানান, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমতি দিলে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা হবে। নিরাপত্তাজনিত কারক দেখিয়ে কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল ভারতীয় ইমিগ্রেশন। পাসপোর্টধারীরা বন্দরে অবস্থান করছে। জেলা ২টার পর আশা করা যাচ্ছে আবারও যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা যেন আর না ঘটে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পুরো সমাজ একটি অস্থিরতার মধ্যে চলছে এবং সব যে রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ভাবাও বোধ হয় ঠিক নয়।
৬ মিনিট আগেনেত্রকোনায় ঘর থাকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
১৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ও অবিলম্বে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনসংলগ্ন
২১ মিনিট আগেছয় দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার যে সিদ্ধান্ত পলিটেকনিক শিক্ষার্থীরা নিয়েছিলেন, সেটি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর আস্থা না থাকায় তাঁরা এই
২৩ মিনিট আগে