Ajker Patrika

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাই চান পর্দানশিন নারীরা

­যশোর প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৩১
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নারীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নারীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

চেহারা নয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছেন যশোরের পর্দানশিন নারীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

পর্দানশিন মহিলা আনজুমান যশোরের সভাপতি মুছাম্মাৎ আনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক রাজিয়াতুন্নেসার নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী অংশ নেন।

মানববন্ধন পর্দানশিন নারীরা বলেন, শুধু পরিপূর্ণ পর্দা করার কারণে তাঁরা বৈষম্যের শিকার। ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশিন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষার ক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। এসব হেনস্তার অবসান হতে হবে।

পর্দানশিন নারীরা আরও বলেন, পর্দানশিন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার দেওয়া এবং সব ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। পর্দানশিন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত