প্রতিনিধি, মেহেরপুর
পর্যাপ্ত রাজস্ব আয় হওয়ার পরও সাত জন ইউপি কাউন্সিলরকে দুই বছর ধরে কোনো সম্মানী ভাতা দেননি ইউপি চেয়ারম্যান। অন্যদিকে ইউনিয়ন চেয়ারম্যান রাজস্ব আয়ের টাকা আত্মসাৎ করছেন। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলামের এমন কর্মকাণ্ডের বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কাউন্সিলরগণ।
কাউন্সিলরগণ অভিযোগপত্রে বলেন, বামুন্দী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম জেলার সব চাইতে বড় পশুহাট ইজারা দিয়ে বছরে ২০ লাখ টাকা রাজস্ব পান। এ ছাড়া একাধিক হাট বাজার রয়েছে। যেগুলো ইজারা দিয়ে আরও ১০ লাখ টাকা রাজস্ব আয় করেন। এর বাইরে ট্রেড লাইসেন্স, দোকান ঘর ভাড়া, অটো ভ্যান রিকশা, গাড়ির লাইসেন্স নবায়ন ফি, কয়েকটি কারখানার বাৎসরিক কর সহ বাড়ির ট্যাক্স ফি মিলিয়ে আরও ৫০ লাখ টাকা রাজস্ব আয় হয়। সব মিলিয়ে ন্যূনতম এক কোটি টাকা রাজস্ব আয়ের এই ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় অর্থ কম দেখিয়ে সেই টাকা চেয়ারম্যান আত্মসাৎ করছে। অপরদিকে রাজস্ব আয় নেই অজুহাতে ইউনিয়নের ৭ কাউন্সিলরকে ২ বছর কোনো সন্মানীভাতা দেওয়া হয়নি। ভাতা চাইতে গেলে চেয়ারম্যান রাজস্ব আয় নেই ভাতা দেয়া সম্ভব না বলে সাফ জবাব দেন।
মঙ্গলবার গাংনী বামুন্দী ইউপি সদস্য মিলন হোসেন জানান-তারা বিষয়টি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম জানান, বামুন্দী ইউনিয়ন পরিষদের ৭ কাউন্সিলর ২ বছর সম্মানীভাতা পাননি বিষয়টি আমি জানি। কাউন্সিলরবৃন্দ চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে চেয়ারম্যানের দুর্নীতির বিচার ও তাদের সম্মানীভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে বসে এবং তদন্ত করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করব।
এই অভিযোগের বিষয়ে চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
পর্যাপ্ত রাজস্ব আয় হওয়ার পরও সাত জন ইউপি কাউন্সিলরকে দুই বছর ধরে কোনো সম্মানী ভাতা দেননি ইউপি চেয়ারম্যান। অন্যদিকে ইউনিয়ন চেয়ারম্যান রাজস্ব আয়ের টাকা আত্মসাৎ করছেন। মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলামের এমন কর্মকাণ্ডের বিচার চেয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কাউন্সিলরগণ।
কাউন্সিলরগণ অভিযোগপত্রে বলেন, বামুন্দী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম জেলার সব চাইতে বড় পশুহাট ইজারা দিয়ে বছরে ২০ লাখ টাকা রাজস্ব পান। এ ছাড়া একাধিক হাট বাজার রয়েছে। যেগুলো ইজারা দিয়ে আরও ১০ লাখ টাকা রাজস্ব আয় করেন। এর বাইরে ট্রেড লাইসেন্স, দোকান ঘর ভাড়া, অটো ভ্যান রিকশা, গাড়ির লাইসেন্স নবায়ন ফি, কয়েকটি কারখানার বাৎসরিক কর সহ বাড়ির ট্যাক্স ফি মিলিয়ে আরও ৫০ লাখ টাকা রাজস্ব আয় হয়। সব মিলিয়ে ন্যূনতম এক কোটি টাকা রাজস্ব আয়ের এই ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় অর্থ কম দেখিয়ে সেই টাকা চেয়ারম্যান আত্মসাৎ করছে। অপরদিকে রাজস্ব আয় নেই অজুহাতে ইউনিয়নের ৭ কাউন্সিলরকে ২ বছর কোনো সন্মানীভাতা দেওয়া হয়নি। ভাতা চাইতে গেলে চেয়ারম্যান রাজস্ব আয় নেই ভাতা দেয়া সম্ভব না বলে সাফ জবাব দেন।
মঙ্গলবার গাংনী বামুন্দী ইউপি সদস্য মিলন হোসেন জানান-তারা বিষয়টি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম জানান, বামুন্দী ইউনিয়ন পরিষদের ৭ কাউন্সিলর ২ বছর সম্মানীভাতা পাননি বিষয়টি আমি জানি। কাউন্সিলরবৃন্দ চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে চেয়ারম্যানের দুর্নীতির বিচার ও তাদের সম্মানীভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে বসে এবং তদন্ত করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করব।
এই অভিযোগের বিষয়ে চেয়ারম্যান শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৭ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৮ ঘণ্টা আগে