বাগেরহাট প্রতিনিধি
ভোটে অনিয়মের অভিযোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রিসাইডিং কর্মকর্তা রতন কৃষ্ণ দাসকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই কেন্দ্রে ব্যাংক কর্মকর্তা সত্যজিত দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
অব্যাহতি প্রাপ্ত ওই প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, প্রার্থীর পক্ষে ভোট চাওয়া, সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
এদিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়ির বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে একসঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করায় তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের একটি কক্ষে আটক করে রেখে ভোটগ্রহণ কার্যক্রম চালিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা বলেন, ‘বিক্ষিপ্ত কিছু অভিযোগ পাওয়া গেলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।’
ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ৯৯৬ জন।
ভোটে অনিয়মের অভিযোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রিসাইডিং কর্মকর্তা রতন কৃষ্ণ দাসকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হোচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই কেন্দ্রে ব্যাংক কর্মকর্তা সত্যজিত দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
অব্যাহতি প্রাপ্ত ওই প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, প্রার্থীর পক্ষে ভোট চাওয়া, সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
এদিকে উপজেলার সদর ইউনিয়নের বুড়ির বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে একসঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করায় তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের একটি কক্ষে আটক করে রেখে ভোটগ্রহণ কার্যক্রম চালিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা বলেন, ‘বিক্ষিপ্ত কিছু অভিযোগ পাওয়া গেলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।’
ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ৯৯৬ জন।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
১৪ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
৩৫ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৪০ মিনিট আগে