Ajker Patrika

ঈদগাহের জমি নিয়ে সংঘর্ষ: এক পক্ষের আসামি গ্রেপ্তার করায় অপর পক্ষের থানা ঘেরাও

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
এক পক্ষের আসামি গ্রেপ্তার করায় অপর পক্ষের থানা ঘেরাও। ছবি: সংগৃহীত
এক পক্ষের আসামি গ্রেপ্তার করায় অপর পক্ষের থানা ঘেরাও। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে ঈদগাহের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়। পুলিশ এক পক্ষের দুজনকে গ্রেপ্তার করলে অপর পক্ষের লোকজন থানা ঘেরাও করে। পরে অপর পক্ষের দুজনকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি শান্ত হয়। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

সম্প্রতি উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ার ঈদগাহের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলার শিকার হন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য জাফিরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য তুহিন, বিএনপি নেতা সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন।

এ ঘটনায় জাফিরুল ইসলাম বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অন্যদিকে প্রতিপক্ষের শাহজাহান আলীরাও আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নেওয়ার আদেশ দেন। পুলিশ আদালতের আদেশে মামলা রেকর্ড করার পর স্বপন হোসেন ও নাসির নামের দুজনকে গ্রেপ্তার করে। তবে অপর পক্ষের কাউকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ হয় এলাকার লোকজন। এ ঘটনায় ঈদগাহ কমিটির পক্ষে মনোহরপুর গ্রামের কয়েক শ নারী-পুরুষ থানা ঘেরাও করে। তাঁদের দাবি, স্বপন ও নাসির নিরপরাধ। তাঁদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।

তবে পুলিশ জানায়, তাঁরা আদালতের আদেশে আসামিদের গ্রেপ্তার করেছে। থানা থেকে তাঁদের ছাড়ার কোনো সুযোগ নেই। তাতে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়ে। রাত ১০টার দিকে পুলিশ ঈদগাহ কমিটির করা মামলায় নজরুল ইসলাম ডাকু ও রকিবুল নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে রাত ১১টার দিকে গ্রামবাসী বাড়ি ফিরে যান।

মনোহরপুর দক্ষিণপাড়া ঈদগাহ কমিটির পক্ষে মামলার বাদী জাফিরুল ইসলাম বলেন, ‘শাহজাহান আলীর নেতৃত্বে তাদের লোকজন অন্যায়ভাবে ঈদগাহের প্রাচীর নির্মাণকাজে বাধা দেয় ও লোকজনকে মারধর করে। আবার আমাদের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উভয় পক্ষের পৃথক মামলায় দুই পক্ষের দুজন করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত