প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা)
মহম্মদপুর উপজেলার সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন ও মডেল মাধ্যমিক বিদ্যালয় এখন ভাগাড়ে পরিণত হয়েছে। সাপ্তাহিক দুটি হাট ও বাজারের সমস্ত ময়লা-আবর্জনা অবাধে বিদ্যালয়ের পাশে ফেলা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন বাজারের মাছসহ হাঁস-মুরগির বর্জ্য ও বিষ্ঠা এখানে ফেলা হয়। এসব বর্জ্য থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পথচারীদের এই পথ দিয়ে নাকমুখ চেপে চলাফেরা করতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর সীমানা প্রাচীরের পাশে এবং আরএসকেএইচ ইনস্টিটিউশনের পেছনে রাস্তার পাশেই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। গড়ে তুলেছে ভাগাড়। বর্জ্য ফেলার পরিবেশবান্ধব কোন পদ্ধতি অনুসরণ না করেই অত্র যত্র ফেলা হচ্ছে ময়লা। ফলে পাশের বসবাসরত লোকজন ও স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয় উঠেছে।
জানা যায়, করোনার কারণে গত বছর ১৭ মার্চ থেকে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন স্থানীয় হাট ও প্রতিদিনের বাজার সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন ও মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে স্থানান্তর করেন। কিন্তু পরিচ্ছন্নতাকর্মী এবং আবর্জনা ফেলার ডাস্টবিন না থাকায় হাটবাজারের যাবতীয় ময়লা-আবর্জনা অবাধে বিদ্যালয়ের পাশে ফেলা হচ্ছে।
বিদ্যালয়র প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনায় বিদ্যালয় চত্বরে হাট-বাজার আনা হয়। এখানে প্রতিদিন কয়েক হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। আর বাজারের সমস্ত ময়লা-আবর্জনা বিদ্যালয়ের পাশে ও একটি পুকুরে ফেলা হচ্ছে। এতে ওই পুকুর ভরাট হয়ে যাচ্ছে এবং আবর্জনা পচা দুর্গন্ধ পরিবেশ নষ্ট করছে।
বিদ্যালয়র প্রাক্তন ছাত্র ও কাচা বাজারর ব্যবসায়ী মা. আলাউল হক বলেন, আমাদের ভালোবাসার বিদ্যালয়ের আশপাশ ও পুকুরটি ডাস্টবিনে পরিণত হয়েছে। আমি ব্যবসা করি তাই এখান বসতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি রামানন্দ পাল বলেন, কিছুদিনের মধ্যে বিদ্যালয় চত্বর থেকে হাট-বাজার সরিয়ে ফেলা হবে। আমি নিজে দেখে বর্জ্য অপসারণের ব্যবস্থা করব। তবে জনস্বার্থে সবাইকে যেখান সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করছি।
মহম্মদপুর উপজেলার সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন ও মডেল মাধ্যমিক বিদ্যালয় এখন ভাগাড়ে পরিণত হয়েছে। সাপ্তাহিক দুটি হাট ও বাজারের সমস্ত ময়লা-আবর্জনা অবাধে বিদ্যালয়ের পাশে ফেলা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন বাজারের মাছসহ হাঁস-মুরগির বর্জ্য ও বিষ্ঠা এখানে ফেলা হয়। এসব বর্জ্য থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পথচারীদের এই পথ দিয়ে নাকমুখ চেপে চলাফেরা করতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর সীমানা প্রাচীরের পাশে এবং আরএসকেএইচ ইনস্টিটিউশনের পেছনে রাস্তার পাশেই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। গড়ে তুলেছে ভাগাড়। বর্জ্য ফেলার পরিবেশবান্ধব কোন পদ্ধতি অনুসরণ না করেই অত্র যত্র ফেলা হচ্ছে ময়লা। ফলে পাশের বসবাসরত লোকজন ও স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয় উঠেছে।
জানা যায়, করোনার কারণে গত বছর ১৭ মার্চ থেকে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন স্থানীয় হাট ও প্রতিদিনের বাজার সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন ও মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে স্থানান্তর করেন। কিন্তু পরিচ্ছন্নতাকর্মী এবং আবর্জনা ফেলার ডাস্টবিন না থাকায় হাটবাজারের যাবতীয় ময়লা-আবর্জনা অবাধে বিদ্যালয়ের পাশে ফেলা হচ্ছে।
বিদ্যালয়র প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনায় বিদ্যালয় চত্বরে হাট-বাজার আনা হয়। এখানে প্রতিদিন কয়েক হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। আর বাজারের সমস্ত ময়লা-আবর্জনা বিদ্যালয়ের পাশে ও একটি পুকুরে ফেলা হচ্ছে। এতে ওই পুকুর ভরাট হয়ে যাচ্ছে এবং আবর্জনা পচা দুর্গন্ধ পরিবেশ নষ্ট করছে।
বিদ্যালয়র প্রাক্তন ছাত্র ও কাচা বাজারর ব্যবসায়ী মা. আলাউল হক বলেন, আমাদের ভালোবাসার বিদ্যালয়ের আশপাশ ও পুকুরটি ডাস্টবিনে পরিণত হয়েছে। আমি ব্যবসা করি তাই এখান বসতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি রামানন্দ পাল বলেন, কিছুদিনের মধ্যে বিদ্যালয় চত্বর থেকে হাট-বাজার সরিয়ে ফেলা হবে। আমি নিজে দেখে বর্জ্য অপসারণের ব্যবস্থা করব। তবে জনস্বার্থে সবাইকে যেখান সেখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করছি।
আজ থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে ছাত্রসংগঠনগুলো। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির আহ্বানে গতকাল সোমবার সন্ধ্যা থেকে চার ঘণ্টাব্যাপী এক জরুরি আলোচনা সভা হয়। দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ১৯টি ছাত্র সংগঠন
২১ মিনিট আগেশুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগে মো. পারভেজ উদ্দিন নামে এক ব্যক্তির নিশান সাফারি ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে আনায় গাড়িটির গায়ে ‘নিশান সাফারি’ মুছে দিয়ে ‘নিশান পেট্রোল’ লেখা হয়। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে কাস্টমস গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন।
১ ঘণ্টা আগেঅহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১০ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১০ ঘণ্টা আগে