খুলনা প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার সরকারকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের করা এই মামলার বাদী হন নিহতের বাবা নিতীশ কুমার সরকার।
মামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই। তিনি বলেন, মামলার জন্য নিহত অর্ণবের বাবা নিতীশ কুমার সরকারসহ পরিবারের কয়েকজন সদস্য সোনাডাঙ্গা মডেল থানায় আসেন। তিনি অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এসআই আব্দুল হাই বলেন, গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা খুবি ছাত্র হত্যাকাণ্ডের বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন। হত্যাকাণ্ডে যদি তাঁদের সম্পৃক্ততা না থাকে, তাহলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
গত শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র অর্ণবকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা প্রথমে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার সরকারকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের করা এই মামলার বাদী হন নিহতের বাবা নিতীশ কুমার সরকার।
মামলা হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই। তিনি বলেন, মামলার জন্য নিহত অর্ণবের বাবা নিতীশ কুমার সরকারসহ পরিবারের কয়েকজন সদস্য সোনাডাঙ্গা মডেল থানায় আসেন। তিনি অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এসআই আব্দুল হাই বলেন, গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা খুবি ছাত্র হত্যাকাণ্ডের বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন। হত্যাকাণ্ডে যদি তাঁদের সম্পৃক্ততা না থাকে, তাহলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
গত শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ছাত্র অর্ণবকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা প্রথমে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম বলেছেন, ‘২০১৫ সালের ৬ জানুয়ারি ভোরে ইটিভি ভবন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আমাকে আটক করা হয়। আমার অপরাধ ছিল আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য ইটিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম।’
৫ মিনিট আগেবৃহস্পতিবার অফিস ছুটির সময় ৫৪ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুতের কথা জানানো হয়। রোববার থেকে তাঁদের অফিসে আসতে হবে না। অতিরিক্ত জনবল দেখিয়ে সরকারি মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) বগুড়ার কারখানা থেকে এভাবেই তাঁদের চাকরিচ্যুত করা হয়।
৯ মিনিট আগেশেরপুরে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগেবাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ভোটার কর্তন ও স্থানান্তর হন ৯১৩ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১০ হাজার ২৮৪ জন।
৩৪ মিনিট আগে