খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ সময় জাহাজে থাকা ১৩ জন নাবিকের মধ্যে ১১ জন তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।
এদিকে, ডুবে যাওয়া থ্রি লাইট নেভিগেশন (টিএলএন-১) নামের কার্গো জাহাজের নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। আজ বিকেল ৫টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুজন হলেন—পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কালাম শেখ ও নড়াইলের সাখাওয়াত হোসেন। কালাম শেখ ওই জাহাজের বাবুর্চি ও সাখাওয়াত গ্রিজার হিসেবে কাজ করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান বলেন, ‘দুপুর ১২টার দিকে নদীর পাশে আমি বসে ছিলাম। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজ রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুজন নিখোঁজ রয়েছে।’
জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ‘ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুজন নিখোঁজ রয়েছেন।’
টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার সাখাওয়াত নিখোঁজ হয়।
তিনি জানান, কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তাঁরা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ বলেন, ‘নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজের নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে দুপুর দেড়টা থেকে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায় না। তবে রেলসেতুর ৫০ গজ উত্তর দিকে ডুবে যাওয়া কার্গো জাহাজটি শনাক্ত করা হয়েছে।’
খুলনা নৌ–পুলিশ সুপার শরিফুর রহমান বলেন, ‘আমরা কার্গো জাহাজ ডুবির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসি। আমরা নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করছি।’
খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ সময় জাহাজে থাকা ১৩ জন নাবিকের মধ্যে ১১ জন তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।
এদিকে, ডুবে যাওয়া থ্রি লাইট নেভিগেশন (টিএলএন-১) নামের কার্গো জাহাজের নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। আজ বিকেল ৫টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুজন হলেন—পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কালাম শেখ ও নড়াইলের সাখাওয়াত হোসেন। কালাম শেখ ওই জাহাজের বাবুর্চি ও সাখাওয়াত গ্রিজার হিসেবে কাজ করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান বলেন, ‘দুপুর ১২টার দিকে নদীর পাশে আমি বসে ছিলাম। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজ রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুজন নিখোঁজ রয়েছে।’
জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ‘ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুজন নিখোঁজ রয়েছেন।’
টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার সাখাওয়াত নিখোঁজ হয়।
তিনি জানান, কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তাঁরা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ বলেন, ‘নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজের নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে দুপুর দেড়টা থেকে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায় না। তবে রেলসেতুর ৫০ গজ উত্তর দিকে ডুবে যাওয়া কার্গো জাহাজটি শনাক্ত করা হয়েছে।’
খুলনা নৌ–পুলিশ সুপার শরিফুর রহমান বলেন, ‘আমরা কার্গো জাহাজ ডুবির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসি। আমরা নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করছি।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩৭ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে