চুয়াডাঙ্গায় অস্ত্রসহ মহিলা লীগ নেত্রী রুপা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ২১: ১১
Thumbnail image
আটক মহিলা লীগ নেত্রী রুপা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ নেত্রী রুপা খাতুনকে অস্ত্রসহ আটক করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি অবৈধ ইয়ারগান একাধিক পাসপোর্ট ও জমি বিক্রির নগদ সাড়ে ৭ লাখ টাকা জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা শহরের তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদের জানালে ঘটনাস্থলে যাই। এ সময় তাঁর কাছ থেকে একটি ইয়ারগান, একটি হাসুয়া, একটি বড় বটি, কয়েকটি পাসপোর্ট ও ছয়টি খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।

ওসি খালেদুর রহমান আরও বলেন, রুপার কাছ থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। রুপা খাতুন জানিয়েছেন টাকাগুলো জমি বিক্রয়ের। জমি বিক্রয়ের প্রয়োজনীয় প্রমাণ দেখানোর কারণে টাকাগুলো ফেরত দেওয়া হবে। এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে মামলার প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। সেগুলোও তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, একাধিক বিবাহ করে প্রতারণাসহ নানা অভিযোগে চুয়াডাঙ্গার স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এর পর থেকে প্রশাসন অভিযান চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত